এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-2 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 374
3736. কেশব সেন ও বিশ্বরূপ সেনের আমলে বঙ্গের কয়টি রূপ পরিলক্ষিত হয়?
- দুটি
- তিনটি
- চারটি
- পাঁচটি
3737. প্রাচীনকালে বালেশ্বর এ মেঘনার মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল-
- তাম্রলিপ্ত
- হরিকেল
- বঙ্গ
- চন্দ্রদ্বীপ
3738. সমতটের রাজধানী ছিল কোনটি?
- কর্ণসুবর্ণ
- পুণ্ড্রবর্ধন
- তাম্রলিপ্ত
- বড় কামতা
3739. নাব্য অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল-
- ফরিদপুরের নিম্ন জলাভূমি
- বরিশালের নিম্ন জলাভূমি
- পটুয়াখালীর নিম্ন জলাভূমি
A,B,C
3740. ৮৪.অতি প্রাচীন পুঁথিতে বঙ্গকে প্রতিবেশী বলা হয়েছ-
- গৌড় জনপদের
- মগধ জনপদের
- কলিঙ্গ জনপদের
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি বাংলাদেশের ইতিহাস - 2 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 374"