এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-15 – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-বাংলাদেশের ইতিহাস-15 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 360
3591. কার নেতৃত্বে হরপ্পায় প্রাচীন সভ্যতার নিদর্শন আবিষ্কার হয়?
- রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের
- দয়ারাম সাহানীর
- জন মার্শালের
- তারানাথ বন্দ্যোপাধ্যায়ের
3592. মিশরীয়রা মমি তৈরি করত কেন?
- মৃতদেহ তাজা রাখার জন্য
- মাংস সংরক্ষণের জন্য
- মাছ সংরক্ষণের জন্য
- খাবার সংরক্ষণের জন্য
3593. সিন্ধু সভ্যতার যুগে কৃষকরা কোথায় বাস করত?
- পরিবারে
- গ্রামে
- শহরে
- রাজধানীতে
3594. গ্রিসের ইতিহাসে অন্ধকার যুগ কোনটি?
- একাদশ থেকে দ্বাদশ
- দ্বাদশ থেকে নবম শতক
- নবম থেকে সপ্তম শতক
- সপ্তম থেকে চতুর্থ শতক
3595. প্রাচীন মিশরের রাজাদের কী বলা হোত?
- ফারাও
- প্রভু
- বাদশাহ
- সম্রাট
3596. রোমের অধিবাসীদের সাথে অনুপ্রবেশকারীদের সংঘর্ষ সাধারণ বিষয়। এর পরিপ্রেক্ষিতে বলা যায়-
- যুদ্ধ রোমান সভ্যতার অঙ্গ ছিল
- অধিবাসীরা যুদ্ধ পছন্দ করত
- রোম কৃষির জন্য উপযুক্ত ছিল
- উন্মুক্ত রোমে অনুপ্রবেশ সহজ ছিল
3597. উক্ত সভ্যতা নির্ভর ছিল-
- শিল্প
- কৃষি
- ব্যবসায়
- স্থাপত্য ও ভাস্কর্য
3598. উক্ত সভ্যতার লোকেরা বিশেষ অবদান রাখেন-
- লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কারে
- বিজ্ঞানে
- ধর্মীয় দর্শনে
A,B
3599. স্পার্টানদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষেত্রে পিছিয়ে থাকার যথার্থ কারণ হলো-
- গণতন্ত্রের অভাব
- অর্থনৈতিক দুর্বলতা
- বাণিজ্য ক্ষেত্রে অমনোযোগিতা
- সামরিক ক্ষেত্রে মনোযোগ
3600. সিন্ধু সভ্যতার কোন নগরে এক বিরাট স্নানাগার আবিষ্কৃত হয়েছে?
- হরপ্পায়
- ইসলামাবাদে
- মহেঞ্জোদারোতে
- লাহোরে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-বাংলাদেশের ইতিহাস-15 - এসএসসি-বাংলাদেশের ইতিহাস-15 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 360"