📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

এসএসসি পরীক্ষায় কারিগরিতে পাসের হার কমলেও জিপিএ বেড়েছে

সরকার অগ্রাধিকার দিলেও এসএসসি ও সমমান পরীক্ষায় ক্রমেই পিছিয়ে যাচ্ছে কারিগরির পাসের হার। রোববার (৬ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।

এসএসসি পরীক্ষায় কারিগরিতে পাসের হার কমলেও জিপিএ বেড়েছে।

সরকার অগ্রাধিকার দিলেও এসএসসি ও সমমান পরীক্ষায় ক্রমেই পিছিয়ে যাচ্ছে কারিগরির পাসের হার। রোববার (৬ মে) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে দুপুর ১টায় ফলাফলের পরিসংখ্যান তুলে ধরেন।

এবার ১০ বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ, যা গত বছরের তুলনায় ২ দশমিক ৫৮ শতাংশ কম। এসএসসিতে কারিগরি বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৯৬ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৯ শতাংশ। এবার কারিগরিতে পাসের হার কমেছে ৬ দশমিক ৭৩ শতাংশ।

২০১৬ সালে কারিগরিতে পাসের হার ছিল ৮৩ দশমিক ১১ শতাংশ। চলতি বছর কারিগরিতে ১ লাখ ১৫ হাজার ২৩৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৮২ হাজার ৯১৭ জন।

তবে এবার কারিগরিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২২৬ জন বেড়েছে। এ বছর মোট জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪১৩ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ১৮৭ জন।

শিক্ষামন্ত্রী বিভিন্ন সময়ে জানিয়েছেন, ২০০৮ সালে যেখানে কারিগরিতে শিক্ষার্থী ভর্তির হার ছিল ১ দশমিক ২ শতাংশ, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ১১ শতাংশ। ২০২০ সালের মধ্যে এ হার ২০ শতাংশে উন্নীত করা হবে।

 

 

আরো পড়ুন:

এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৭ দশমিক ৭৭ শতাংশ

   
   

0 responses on "এসএসসি পরীক্ষায় কারিগরিতে পাসের হার কমলেও জিপিএ বেড়েছে"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved