খাদ্য – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-জীববিজ্ঞান-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 666
6651. এসএসসি জীববিজ্ঞান | নিচের খাদ্যগুলো থেকে ফসফরাস ও পটাসিয়াম উভয়ই পাওয়া যায় –
- দুধ ও ডিমের কুসুম
- মাছ ও মাংস
- বাদাম ও ডাল
B,C
6652. বহু অণুবিশিষ্ট শর্করা কোনটি?
- গ্লুকোজ
- শ্বেতসার
- ল্যাকটোজ
- সুক্রোজ
6653. চর্বিতে দ্রবণীয় ভিটামিন হলো –
- Vit – A ও Vit – D
- Vit – B Complex ও Vit – C
- Vit – E ও Vit – K
A,C
6654. খাদ্য সংরক্ষণে অনুমোদিত রাসায়নিক হলো –
- সোডিয়াম বাই সালফেট
- ডিডিটি
- ক্যালসিয়াম এপারনেট
A,C
6655. তুমি কীভাবে সম্পূরক আমিষ জাতীয় খাদ্য তৈরি করবে?
- ডাল
- গম ও মাংস মিশিয়ে হালিম রান্না করেচালের গুঁড়া ও গুড় মিশিয়ে ভাপা পিঠা তৈরি করেসুজি
- চিনি ও ঘি মিশিয়ে হালুয়া তৈরি করেআলু ও পটল দিয়ে দোলমা তৈরি করে
6656. পিত্তরসের স্বাদ –
- স্বাদহীন
- তিক্ত
- লবণাক্ত
- মিষ্টি
6657. একজন পূর্ন বয়স্ক ব্যক্তির দেহের ওজনের কতভাগ পানি?
- ৪৫-৬০ ভাগ
- ৬৫-৭৫ ভাগ
- ৮০-৯০ ভাগ
- ৭৫-৯৫ ভাগ
6658. উপবাসের সময় কোন খাদ্য শক্তি জোগায়?
- আমিষ
- শর্করা
- সঞ্চিত চর্বি
- কোনোটিই নয়
6659. আমিষের উৎস হলো –
- মাছ
- মাংস ডিম দুধ ও ডাল
- শিমের বীচি শুঁটকি মাছ ও চিনা বাদাম
- চাল
A,C
6660. কোনটি আমাশয় রোগের প্রতিকারমূলক ব্যবস্থা?
- অতি ভোজন না করা
- ধূমপান পরিহার করা
- বিশুদ্ধ পানি পান করা
- ঘন ঘন মল ত্যাগ করা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি জীববিজ্ঞান - খাদ্য - 5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 666"