এসএসসির পদার্থবিজ্ঞানের প্রশ্ন ফাঁসের দায়ে চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন বাংলাদেশ মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ৯ জন পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে পরীক্ষা শুরুর আগে তাদের কাছে পাওয়া প্রশ্নপত্রের সঙ্গে মিলে যায় মূল প্রশ্ন। বিকেলে নগরীর বাংলাদেশ মহিলা সমিতি (বাওয়া) স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটক সবাই পটিয়া আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল।
চট্টগ্রাম জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী সাংবাদিকদের এতথ্য জানান।
এর আগে মঙ্গলবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানিয়েছিলেন, পরীক্ষার্থীরা শ্যামলী পরিবহনের একটি বাসে করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি ওই বাসের শিক্ষার্থীদের কাছে প্রশ্নপত্র আছে। পরে ওই তথ্যের ভিত্তিতে সকাল সোয়া ৯টার দিকে কোতোয়ালি থানার জমিয়াতুল ফালাহ মসজিদের সামনে ওই বাসে তল্লাশি চালায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরাদ আলীর নেতৃত্বে একটি টিম। এ সময় ওই বাসে থাকা ৭/৮জন শিক্ষার্থীর মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়া যায়। ওই প্রশ্নপত্রের সঙ্গে পরীক্ষার মূল প্রশ্নপত্রের মিল পাওয়া যায়।তিনি আরও বলেন, ‘আটক পরীক্ষার্থীদের বিশেষ নজরদারিতে রেখে একটি আলাদা কক্ষে পরীক্ষা নেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মোরাদ আলী সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা ওই বাসে তল্লাশি চালাই। এ সময় বাসে থাকা পরীক্ষার্থীদের মোবাইল ফোনে প্রশ্নপত্র পাওয়া যায়। শিক্ষার্থীরা হোয়াটসঅ্যাপ- এর মাধ্যমে মোবাইল ফোনে প্রশ্নপত্র ও উত্তরপত্র আদান-প্রদান করে।
আরো পড়ুন:
এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে মোবাইল ফোন পেলে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে সরকার
এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের একজন ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী
0 responses on "এসএসসির পদার্থ বিজ্ঞানের প্রশ্নফাঁসের দায়ে ৯ পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ"