📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

এমবিএ ভর্তি পরীক্ষা – গণিত – Speed and Distance

গতি বিষয়ক প্রধান সূত্র হল:

গতি(বেগ) = দূরত্ব / সময়

এই সূত্র ধরে আপনি অনেক অংক করতে পারবেন। কিন্তু আপনার দৃষ্টি রাখতে হবে যেন “একক” একই রকম হয়।

নিচের অংকটি দেখুন:

60 কিমি / ঘন্টা গতিতে একটি ট্রেন 9 সেকেন্ডে একটি পিলার অতিক্রম করল। ট্রেনের দৈর্ঘ্য কত?

এখানে গতি আছে ঘন্টাতে আর সময় আছে সেকেন্ডে। আপনার প্রথম কাজ হয় সেকেন্ডকে ঘন্টা করবেন অথবা ঘন্টাকে সেকেন্ড করবেন।
১ ঘন্টা = ৩৬০০ সেকেন্ড

তারমানে, গতি = ৬০ কিমি/ ৩৬০০ সেকেন্ড = ১/৬০ কিমি / সেকেন্ড

এবার সূত্র টি ব্যবহার কর:

গতি = দূরত্ব / সময়

১/৬০ কিমি/সেকেন্ড = দূরত্ব / ৯ সেকেন্ড

৯/৬০ কিমি = দূরত্ব

এইভাবে অংক করলে অংকটি হবে কিন্তু দেখবেন উত্তর মিলবে না। 🙂

কারণ উত্তর দেওয়া মিটারে। তাহলে ৯/৬০ কিমি কে মিটার করে ফেলুন: ৯০০০ মিটার / ৬০ = ১৫০ মিটার।

এইভাবে অংক করলে ত আপনি ২ ঘন্টায় ৫০ টি প্রশ্ন ও সমাধান করতে পারবেন না। কিন্তু সবাই বলবে, “অংক মুখস্ত করবেন না। ” তাহলে উপায়??

উপায় হল প্র্যাকটিস।

আপনি এখন জানেন এরকম অংক থাকলে প্রথমেই মিটার/ সেকেন্ড করে নিতে হবে।

তাহলে অংকটি আমরা আবার করি,
গতি = ৬০ কিমি/ ঘন্টা = ৬০০০০ মিটার/ ৩৬০০ সেকেন্ড = ৫০/৩ মিটার/ সেকেন্ড

এবার সূত্র টি ব্যবহার কর:

গতি = দূরত্ব / সময়

৫০/ ৩ মিটার/ সেকেন্ড = দূরত্ব / ৯ সেকেন্ড

দূরত্ব = ১৫০ মিটার
এবার অঙ্কটি আবার করি 🙁

এখানে দূরত্ব বের করতে হবে তাহলে সূত্র থেকে আমরা একবারেই লিখি

দূরত্ব = গতি X সময়
= ৬০ কিমি/ ঘন্টা X ৯ সেকেন্ড
= ৬০০০০ মি/ ৩৬০০ সেকেন্ড X ৯ সেকেন্ড
= ১৫০ মিটার

এবং দুই একবার করার পর, আপনি অংকটি করবেন এভাবে,

৬০X ১০০০/৩৬০০ X ৯ = ১৫০ : )

এই লেকচারের পরের পেইজে যেতে নিচের …. তে ক্লিক কর।


পরের পাতাসমুহ >>
   
   

0 responses on "এমবিএ ভর্তি পরীক্ষা - গণিত - Speed and Distance"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved