“১। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত (১৭৯৩) প্রবর্তন করেন- লর্ড কর্নওয়ালিস ।
২। ভারতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রচলন করেন- লর্ড কর্নওয়ালিস ।
৩। সূর্যাস্ত আইন চালু হয়- লর্ড কর্নওয়ালিশ এর আমলে ।
৪। দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তন করেন- লর্ড ক্লাইভ ।
৫। দ্বৈত শাসন ব্যবস্থা রহিত করে পাচঁশালা বন্দোবস্ত ও রাজস্ব বোর্ড এর প্রবর্তক- ওয়ারেন হেস্টিংস ।
৬। সতীদাহ প্রথার বিলোপ (১৮২৯) করেন- লর্ড বেন্টিঙ্ক ।
৭। উপমহাদেশে বিধবা বিবাহ আইন (১৮৫৬), প্রথম রেল, ডাক ও টেলিগ্রাফ এবং স্বত্ব বিলোপ নীতি (নাগপুর দখল) চালু করেন- লর্ড ডালহৌসি ।
৮। উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর- লর্ড ক্লাইভ ।
৯। অবিভক্ত বাংলার শেষ ব্রিটিশ গভর্নর- স্যার ফ্রেডরিক জন বারোজ ।
১০। উপমহাদেশের প্রথম ভাইসরয়/বড়লাট/রাজ প্রতিনিধি- লর্ড ক্যানিং ।
১১। উপমহাদেশের শেষ ব্রিটিশ ভাইসরয়/বড়লাট/রাজ প্রতিনিধি- লর্ড মাউন্টব্যাটেন ।
১২। বঙ্গভঙ্গ (১৯০৫) করেন- লর্ড কার্জন ।
১৩। বঙ্গভঙ্গ রদ (১৯১১) করেন- লর্ড হার্ডিঞ্জ ।
১৪। অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন- শেরে-ই-বাংলা এ কে ফজলুল হক ।
১৫। অবিভক্ত বাংলার শেষ মূখ্যমন্ত্রী ছিলেন- হোসেন শহীদ সোহরাওয়ার্দী ।
১৬। ১৯৪৭ সালের পূর্বে বাংলার মূখ্যমন্ত্রী ছিলেন- খাজা নাজিম উদ্দিন ।
বিসিএস এর উপর হাজার হাজার মডেল টেস্ট দিয়ে এবং বার বার প্রাকটিজ করে আপনার প্রস্তুতি সম্পন্ন করতে এখানে যান:“
0 responses on "এগুলোই পরীক্ষায় আসে কিন্তু খালি কনফিউশন হয়!!!"