📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

এক নজরে রবীন্দ্রনাথ

এক নজরে রবীন্দ্রনাথ

রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম – জীবন স্মৃতি ও ছেলেবেলা।
eshi::: গীতাঞ্জলি প্রকাশ হয় – ১৯১০ সালে।
eshi::: গীতাঞ্জলি‘ র ভূমিকা লেখেন – ইংরেজী কবি ডব্লিউ বি ইয়েটস।
eshi::: ১৯০৫ সালের বঙ্গভঙ্গের বিরুদ্ধাচারণ করে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গান – বাংলার মাটি বাংলার জল।
eshi::: আমার সোনার বাংলা – রচনা করেন গগণ হরকরার সুরের অনুকরণে।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য – কবিকাহিনী (১৮৭৮)।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গীতিনাট্য – বাল্মীকি প্রতিভা (১৮৮১)।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম গদ্যগ্রন্থ – য়্যুরোপ প্রবাসীর পত্র(১৮৮২)।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত প্রবন্ধগ্রন্থ – বিবিধপ্রসঙ্গ(১৮৮৩)।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস – চোখের বালি।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস – করুণা, ১৮৭৭-৭৮।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস – বৌঠাকুরাণীর হাট (১৮৮৩)।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা – হিন্দু মেলার উপহার।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম কাব্য – বনফুল।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘ভারতের মহাকবি’ উপাধিতে ভূষিত করেন – চীনা কবি চি-সি-লিজন।
eshi::: শান্তিনিকেতন থেকে নোবেল চুরি হয় – ২৪মার্চ, ২০০৪সালে।
eshi::: বাংলা ছোটগল্পের জনক বলা – রবীন্দ্রনাথ ঠাকুরকে।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্বনিবিজ্ঞানের উপর লেখা গ্রন্থের নাম – শব্দতত্ত্ব।
eshi::: কারাগারে বন্দিদের উদ্দেশ্যে উত্সর্গ করেন – চার অধ্যায়।
eshi::: রবীন্দ্রনাথ নাইট উপাধি পান – ১৯১৫ সালে।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘গুরুদেব’ সম্মানে ভূষিত করেন – মহাত্ম গান্ধী।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘বিশ্বকবি’ সম্মানে ভূষিত করেন – বহ্মবান্ধব উপাধ্যায়।
eshi::: রবীন্দ্রনাথ ঠাকুরকে ‘কবিগুরু’ উপাধিতে ভূষিত করেন – ক্ষিতিমোহন সেন।
eshi::: রবীন্দ্রনাথের জন্মশতবার্ষিকীত ে বহির্বিশ্বের প্রথম কোন দেশ তাকে নিয়ে ডাকটিকেট প্রকাশ করে – ব্রাজিল।”

   
   

0 responses on "এক নজরে রবীন্দ্রনাথ"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved