একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন ৯ মে শিক্ষাবর্ষ ২০১৭ – ১৮

একাদশ শ্রেণীতে ভর্তি ২০১৭ - ২০১৮

২০১৭-১৮ সেশনে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন আগামী ৯ মে ২০১৭ সাল থেকে শুরু হবে। ৪ মে এসএসসি (ssc) বা মাধ্যমিকি ফলাফল প্রকাশিত হবার পর ৯ মে থেকে শিক্ষার্থীগণ স্ব স্ব পছন্দের কলেজের জন্য আবেদনের সুযোগ পাবেন। এই আবেদন চলবে পুরো মাস জুুুড়ে এবং আগামী ৩১ মে তে আবেদন শেষ হবে। একজন শিক্ষার্থী তার মেধাক্রম অনুযায়ী সর্বোচ্চ ১০ টি পছন্দের কলেজে আবেদন করতে পারবেন।

যেভাবে ২০১৭-১৮ সেশনের একাদশ শ্রেণীতে SMS ও অনলাইনে ভর্তির আবেদন করবেন:

মোবাইল ও অনলাইনে আবেদন, সকল কলেজ লিস্ট ইআইআইএন (EIIN) সহ যাবতীয় সকল তথ্য পাবেন এই পাতায়

৩১ মে আবেদন শেষ হওয়ার পর ৫ জুন মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে। একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে। আগামী ১ জুলাই। শিক্ষার্থীদের ভর্তি সর্ম্পকিত যেকোন সহায়তার জন্য ইশিখন.কম আপনাদের পাশে আছে। ৪ মে ফলাফল প্রকাশিত হবে। কিভাবে এসএসসি (ssc) বা মাধ্যমিকি পরীক্ষা ২০১৭ সালের ফলাফল দেখবেন, তা দেখুন এখানে

ফলাফল পাওয়ার পর কার কাঙ্খিত ফলাফল না আসলে ফলাফল পুন: মুল্যায়নের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে ফলাফল পুন: মুল্যায়নের আবেদন করবেন, তা দেখুন এখানে

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below