একাদশ ভর্তি আবেদনের পর করণীয় দেখে নিন এখানে

আগামী ২৬ মে পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে। আবেদনের পর আগামী ৫ জুন ফলাফল প্রকাশিত হবে।

কিন্তু অনেক ক্ষেত্রে অনেক দুষ্কৃতিকারীরা অন্যের আবেদন নিজেই করে দেয়, এতে করে শিক্ষার্থীদের সমস্যায় পড়তে হয়।

একাদশ ভর্তি আবেদনের পর করণীয় ও অনলাইন আবেদনের ফলাফল দেখে নাও এখানে

ভর্তির জন্য আবেদনের ক্ষেত্রে কোন ভুল তথ্য দেওয়া হয়ে থাকলে বা ভুয়া আবেদন করা হয়ে থাকলে আগামী ২৭ মে ২০১৭ এর মধ্যে শিক্ষা বোর্ডকে অবহিত করতে হবে।
তাতে করে শিক্ষাবোর্ড নিমোক্ত ব্যবস্থা গ্রহণ করবে:
১. আপত্তি নিষ্পত্তিকরণ সাপেক্ষে আবেদন সংশোধন
২. ভুয়া আবেদন বাতিল / সংশোধন।

এছাড়াও পিন নাম্বার পরিবর্তন কিংবা মোবাইল নং ভুল হলে এখানে গিয়ে পরিবর্তন করতে পারবেন

মন্তব্য করুন

Need Help? Send a WhatsApp message now

Click one of our representatives below