
একাদশ শ্রেণি ভর্তিতে শিক্ষার্থীরা তাদের ফলাফল নিয়ে উদ্বিগ্ন, সামনে ঈদ থাকলে বর্তমানে এই ভর্তি নিয়েই উদ্বিগ্ন বেশির ভাগ শিক্ষার্থী। একাদশ ভর্তি জটিলতা ও পূর্ব পরিকল্পনা এবং দক্ষতার অভাবে বার বার শিক্ষার্থীরা ভর্তি নিয়ে লাঞ্চনার শিকার হচ্ছে। ইশিখন.কম এ অনেক শিক্ষার্থীরা তাদের লাঞ্চনা, দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতার কথা জানান।
বিগত ১৮ তারিখ তৃতীয় পর্যায়ের ফলাফল দেওয়ার কথা থাকলে আজ (১৯ তারিখেও দ্বিতীয় পর্যায়ের ফলাফল এবং মাইগ্রেশনের ফলাফল দিচ্ছে। তাছাড়া ভর্তির ওয়েবসাইটে তৃতীয় পর্যায়ে ভর্তি ফলাফল কবে? এ নিয়ে কোন আপডেট নেই। এই তৃতীয় পর্যায়ে ভর্তিই একাদশ ভর্তির সর্বশেষ ধাপ। এই ধাপে কোন শিক্ষার্থী যদি ভর্তি হতে না পারে, তাহলে কি করবে, এটা নিয়ে কোন আপডেট এখনো জানানো হয় নি।
এছাড়াও মাইগ্রেশন এবং তৃতীয় পর্যায়ে ভর্তির সহজ কোন প্রক্রিয়া না থাকায় শিক্ষার্থীরা অনেকেই এই ব্যাপারগুলো বুঝতে পারছে না। যাদের কম্পিউটার নেই তাদের প্রতিনিয়তই দোড়াদুড়ি করতে হচ্ছে কম্পিউটার দোকানে। অনেক সময় মাত্র ১ দিন সময় দেওয়ার ফলে অনেক অনেক মফসল কিংবা গ্রাম এলাকায় ইন্টারনেট বা বিদ্যুতের সমস্যার জন্য অনেক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করতে সক্ষম হচ্ছে না।
সবচেয়ে দুরঅবস্থা হয়েছে এবারের তৃতীয় ধাপে বা তৃতীয় পর্যায়ের আবেদনে/মাইগ্রেশনে সময় মাত্র ১ দিন দেওয়ায়, অনেক শিক্ষার্থী জানতেও পারে নি, আবার জানলেও এলাকায় কম্পিউটার দোকান বা বিদ্যুৎ অথবা যোগাযোগ ব্যবস্থা ভালো না হওয়ায় এই সীমিত সময়ে শিক্ষার্থীর আবেদন করতে সক্ষম হন নি।
আগে নির্ধারিত ডেটগুলোতেও সব কার্যক্রম সঠিক সময়ে সম্পন্ন করতে সক্ষম হচ্ছে না শিক্ষাবোর্ড, অনেক শিক্ষার্থীকেই যাচ্ছে তাইভাবে কলেজ দেওয়ার অভিযোগও রয়েছে। বর্তমান শিক্ষামন্ত্রীর ভর্তি প্রক্রিয়ার এই অতি জটিল প্রকিয়া ও লাঞ্চনার জন্য শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনেরও ঘোষণা দিয়েছেন।
আপনাদের আরো কোন অভিযোগ থাকলে নিচে কমেন্ট করে ইশিখন.কম কে জানান। আমরা আপনাদের অভিযোগগুলো তুলে ধরবো।
বি:দ্র: দ্বিতীয় পর্যায়ের ফলাফল দেখতে এখানে যান
তৃতীয় পর্যাযের আপডেট পাওয়ার সাথে সাথে ইশিখন.কম এ আপডেট পাবেন।
এছাড়া তৃতীয় পর্যায়ের ফলাফল ও আবেদনের পূর্বের নিয়ম এখানে বলা আছে