
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির পরবর্তী ফলাফল প্রকাশ, কলেজে ভর্তি, আবেদন যাচাই- বাছাই এবং আপত্তি নিস্পত্তি, প্রথম পর্যায়ে ফলাফলসহ প্রয়োজনীয তথ্য নিচে দেওয়া হল।
আবেদন যাচাই- বাছাই এবং আপত্তি নিস্পত্তি
আবেদন যাচাই বাছাই ও নিষ্পত্তির তারিখ আগামী ২৭/০৫/২০১৭ থেকে ২৯/০৫/২০১৭ তারিখ পর্যন্ত।
আবেদন যাচাই বাছাই ও নিষ্পত্তির নিয়মাবলি:
- শিক্ষার্থীরা আবেদনে নিজেদের দেয়া পছন্দক্রম আবার ভর্তি ওয়েবসাইটে লগ-ইন করে দেখে নিশ্চিত হবে পারবে।
- যে সকল শিক্ষার্থীরা আবেদনে ফোন নং, কোটা, কলেজ যাচাই বাছাইয়ে সমস্যা আছে, তারা ইন্টারনেটে ভর্তি ওয়েবসাইটের মাধ্যমে সমস্যাটি অবহিত করতে পারবে। পরবর্তীতে আপত্তি নিষ্পত্তির পর তারা আবার আবেদন সংশোধন করতে পারবে।
- যে সকল শিক্ষার্থী আবেদন ফি প্রদান করেছে কিন্তু আবেদন submit করতে পারে নাই, তারা আবেদন Submit করতে পারবে।
পুনঃনিরীক্ষণের ফল প্রাপ্ত শিক্ষার্থীর ফল পাওয়ার পর করণীয় এবং নতুন আবেদনকারীর আবেদন করবেন যেভাবে:
আবেদন তারিখ আগামী ৩০/০৫/২০১৭ থেকে ৩১/০৫/২০১৭ তারিখ পর্যন্ত
পুনঃনিরীক্ষণের ফল প্রাপ্ত শিক্ষার্থীর ফল পাওয়ার পর করণীয় এবং নতুন আবেদনকারীর আবেদনের নিয়মাবলী:
- যে সকল শিক্ষার্থীর পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হবে, তারা পূর্বে আবেদন করে থাকলে তারা তাদের আবেদন নতুন কলেজ/সমানের প্রতিষ্ঠান সংযোজন অথবা বিয়োজন এবং পছন্দক্রম পরিবর্তন করতে পারবে।
কিভাবে পুন: নিরীক্ষণ বা পুন:মূল্যায়নের ফলাফল দেখবেন, তা দেখুন এখানে
- পুনঃনিরীক্ষনের ফলে যে সমস্ত শিক্ষার্থী উত্তীর্ণ হবে তারা SMS অথবা অন-লাইনে আবেদন করতে পারবে।
- যাচাই-বাছাই করার পর যে সমস্ত শিক্ষার্থীর আবেদনে সমস্যা থাকবে তারাও নিস্পত্তির পর আবেদন সংশোধন করতে পারবে।
একাদশ শ্রেণিতে ভর্তির ১ম পর্যায়ের ফলাফল:
একাদশ শ্রেণিতে ভর্তির ১ম পর্যায়ের ফলাফল আগামী ৫ জুন ( ০৫/০৬/২০১৭) তারিখে প্রকাশিত হবে।
- ফলাফল যেভাবে পাবেন: আবেদনকৃত শিক্ষার্থীদের কলেজ/সমমান প্রতিষ্ঠানে Selection এর ফলাফল দেওয়া হবে।
- একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি কলেজ/সমমানের প্রতিষ্ঠানে Selection পাবে
- শিক্ষার্থীকে SMS এর মাধ্যমে Selection এর ফলাফল জানানো হবে এবং শিক্ষার্থী ভর্তির ওয়েবসাইট থেকেও ফলাফল জানতে পারবে।
কিভাবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনের ফলাফল দেখবেন, তা শিঘ্রই ইশিখন.কম ও অনলাইন ভর্তি ওয়েবসাইটেএ দেওয়া হবে।
- যে সব শিক্ষার্থী কোন কলেজ/সমমান প্রতিষ্ঠানে Selection পাবে না তাদেরকে পরবর্তী পর্যায়ে বা দ্বিতীয় মেধা তালিকার ফল প্রকাশ পর্যন্ত অর্থাৎ আগামী ১৩ জুন (১৩/০৬/২০১৭) তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক ফলাফল নিশ্চয়:
একাদশ শ্রেণিতে ভর্তির প্রাথমিক ফলাফল ০৬/০৬/২০১৭ থেকে ০৮/০৬/২০১৭ তারিখ পর্যন্ত ইশিখন.কম ও অনলাইন ভর্তি ওয়েবসাইট থেকে জানা যাবে।
- Selection প্রাপ্ত শিক্ষার্থীকে নিম্ন লিখিত ০৩ টির মধ্য থেকে যে কোন একটি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নিম্নরুপ হারে বোর্ডের রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি প্রদান করা ভর্তির প্রাথমিক নিশ্চায়ত করতে হবে।
- টেললিটক থেকে ১৯৯.৮০ টাকা
- শিওরক্যাশ থেকে ১৮৮ টাকা
- রকেট থেকে ১৮৯ টাকা
কোন শিক্ষার্থী Selection পাওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে এই ফি জাম না দিলে তার ও আবেদন স্বয়ংক্রিয় ভাবে বাতিল হবে যাবে।
একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশন ও নতুন আবেদন করবেন যেভাবে:
একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশন ও নতুন আবেদন আগামী ০৯/০৬/২০১৭ থেকে ১০/০৬/২০১৭ তারিখ পর্যন্ত ইশিখন.কম ও অনলাইন ভর্তি ওয়েবসাইটে করা যাবে।
একাদশ শ্রেণিতে ভর্তির ২য় পর্যায়ের ফলাফল প্রকাশ :
একাদশ শ্রেণিতে ভর্তির ২য় পর্যায়ের ফল প্রকাশ ১৩/০৬/২০১৭ তারিখে ইশিখন.কম ও অনলাইন ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির ২য় পর্যায়ের ফলাফল নিশ্চয়ন :
একাদশ শ্রেণিতে ভর্তির ২য় পর্যায়ের ফলাফল ১৪/০৬/২০১৭ থেকে ১৫/০৬/২০১৭ তারিখ পর্যন্ত ইশিখন.কম ও অনলাইন ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
যেভাবে একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশন ও নতুনভাবে মাইগ্রেশনের আবেদন করবেন:
একাদশ শ্রেণিতে ভর্তির মাইগ্রেশন ও নতুনভাবে মাইগ্রেশনের আবেদন আগামী ১৬/০৬/২০১৭ থেকে ১৭/০৬/২০১৭ তারিখ পর্যন্ত ইশিখন.কম ও অনলাইন ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির ৩য় পর্যায়ের ফলাফল:
একাদশ শ্রেণিতে ভর্তির ৩য় পর্যায়ের ফলাফল আগামী ১৮/০৬/২০১৭ তারিখে ইশিখন.কম ও অনলাইন ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
একাদশ শ্রেণিতে ভর্তির ৩য় পর্যায়ের ফলাফল নিশ্চয়:
একাদশ শ্রেণিতে ভর্তির ৩য় পর্যায়ের ফলাফল নিশ্চয় আগামী ১৯/০৬/২০১৭ তারিখে ইশিখন.কম ও অনলাইন ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
শিফট/ ভার্সন গ্রম্নপ এর জন্য চূড়ান্ত ভাবে কলেজে ভর্তি
শিফট/ ভার্সন গ্রম্নপ এর জন্য চূড়ান্ত ভাবে কলেজে ভর্তি আগামী ২০/০৬/২০১৭ থেকে ২২/০৬/২০১৭ পর্যন্ত এবং ২৮/০৬/২০১৭ থেকে ২৯/০৬/২০১৭ তারিখ পর্যন্ত ইশিখন.কম ও অনলাইন ভর্তি ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এছাড়াও বিস্তারিত তথ্য জানতে নিচের লিংক থেকে ডাইনলোড করতে পারেন।
একাদশ শ্রেণিতে ভর্তির আবেদনপত্রসমূহ ২৭/৫/২০১৭ তারিখ হতে ২৯/৫/২০১৭ তারিখ পর্যন্ত যাচাই বাছাই করা হচ্ছে। আবেদনকারীদেরকে পুনরায় লগ-ইন করে তাদের আবেদনের পছন্দক্রম দেখে নিশ্চিত হতে পরামর্শ দেয়া যাচ্ছে।
যেসব প্রতিষ্ঠানের ‘বিশেষ কোটা’ (SQ) রয়েছে, সে সমস্ত প্রতিষ্ঠানকে বিশেষ কোটার (SQ) নিশ্চায়ন আগামী ৩১/০৫/২০১৭ তারিখের মধ্যে সম্পন্ন করতে পরামর্শ দেয়া যাচ্ছে।
আরো পড়ুন: