📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (বাংলা ১ম পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (বাংলা ১ম পত্র)

প্রিয় শিক্ষার্থীবৃন্দ ইশিখন.কম এর পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও তোমাদের জন্য ২০১৯ সালের এইচ.এস.সি পরীক্ষার জন্য বিভিন্ন বিষয়ের সাজেশন এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া হলো। আশাকরি তোমাদের উপকারে আসবে।

আর তোমরা শুধুমাত্র এই সাজেশন এবং প্রশ্নের উপর নির্ভর করবেনা। এগুলোর বাইরে আরো অন্য প্রশ্ন এবং অধ্যায়সমূহ তোমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হলে সেগুলোও পড়বে। আশাকরি তোমাদের ২০১৯ সালের এইচ.এস.সি পরীক্ষা অনেক ভালো হবে।

এখানে বাংলা ১ম পত্রের গদ্যে অংশের জন্য নিচে কিছু অধ্যায়ের সাজেশন দেওয়া হলো। এই অধ্যায়গুলো ভালো করে পড়বে এবং এগুলো ছাড়া অন্য অধ্যায় গুলোও দেখবে। আশাকরি তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবা।

 

(বাংলা ১ম) গদ্য
১. বিড়াল
২. অপরিচিতা
৩. আমার পথ
৪. জীবন ও বৃক্ষ
৫. বায়ন্নর দিন গুলো
৬. রেইনকোট
৭. নেকলেস

এখানে বাংলা ১ম পত্রের পদ্য অংশের জন্য নিচে কিছু অধ্যায়ের সাজেশন দেওয়া হলো। এই অধ্যায়গুলো ভালো করে পড়বে এবং এগুলো ছাড়া অন্য অধ্যায় গুলোও দেখবে। আশাকরি তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবা।

(বাংলা ১ম) পদ্য 
১. বিভীষণের প্রতি মেঘনাদ
২. ঐকতান
৩. সাম্যবাদী
৪. তাহারেই পড়ে মনে
৫. আঠারে বছর বয়স
৬. ফেব্রুয়ারি ১৯৬৯
৭. নূরলদীনের কথা মনে পড়ে যায়।

এখানে বাংলা ১ম পত্রের জন্য নিচে কিছু প্রশ্নের সাজেশন দেওয়া হলো। এই প্রশ্নগুলো ভালো করে পড়বে কারণ এই প্রশ্ন গুলো থেকেই সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় আস্তে পারে এবং এগুলো ছাড়া অন্য প্রশ্নগুলোও গুরুত্বপূর্ণ মনে হলে সেগুলো পড়বে। আশাকরি তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন পাবা।

 

সাহিত্যে খেলা
১. সাহিত্যের উদ্দেশ্য কী ?
২. শিক্ষা ও সাহিত্যের মধ্যে পার্থক্য কী ?
৩. শিক্ষার উদ্দেশ্য কী ?
৪. কাব্যে অরুচি সৃষ্টির জন্য কাকে ও কেন দায়ি করা হয়েছে ?
৫.‘ সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ দেয়া , কারও মনোরঞ্জন নয় ’- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৬.‘ কাব্য জগতে যার নাম আনন্দ তার নাম বেদনা’– উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৭. খেলা ও জুয়া খেলার মধ্যে পার্থক্য কী ?
৮. ‘সাহিত্য ছেলের হাতের খেলনা নয়,গুরুর হাতের বেতও নয়’ – – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৯. ‘তিনি গীতের মর্মও বোঝেন না,গীতার ধর্মও বোঝেন না’ – কে , কেন বোঝেন না ?
১০. কবি ও শিক্ষকের কাজের মধ্যে পার্থক্য কী ?
১১. সাহিত্যের আদর্শ ও উদ্দেশ্য আলোচনা কর।

হৈমন্তী
১. হৈমন্তীর বয়স নিয়ে কে , কী মন্তব্য করেছিল ?
২. হৈমন্তীর করুণ মৃত্যুর জন্য / পরিণতির জন্য কে বা কারা দায়ী ?
৩. হৈমন্তীর মৃত্যুকে‘ দ্বিতীয় সীতা বিসর্জন’ বলা হয়েছে কেন ?
৪. হৈমন্তীর কী কী সখ ছিল ?
৫. হৈমন্তীর পিতাকে হিমালয়ের মিতা বলা হয়েছে কেন ?
৬. হৈমন্তীর নাম ‘শিশির’ দেয়া হয়েছিল কেন ?
৭ ‘সে আমার সম্পত্তি নয়,সে আমার সম্পদ’- উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৮.‘ আমি তাহাকে সব দিতে পারি , কিন’ মুক্তি দিতে পারি না’- ব্যাখ্যা কর।
৯. ‘গৌরিদান প্রথা ’ কী ? ১০. ‘আমার বুকের ভিতরটা হু হু করিয়া উঠিল ’ – কেন ?
১০. চরিত্র বিশ্লেষণ কর – ক) হৈমন্তী খ) অপু গ) খুড়া
১১. তৎকালীন সমাজের ত্রুটি- বিচ্যুতি আলোচনা কর।

অর্ধাঙ্গী
১.‘মানসিক দাসত্ব’ বলতে কী বোঝানো হয়েছে ?
২. শিক্ষা ও কর্মজীবনে নারীর পিছিয়ে থাকার কারণ কী ?
৩.‘তরুলতা যেমন বৃষ্টির সাহায্যপ্রার্থী, মেঘও সেইরূপ তরুর সাহায্য চায় ’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৪. নারীর প্রতি পুরুষের কোন্ দৃষ্টিভঙ্গির সমালোচনা করা হয়েছে ?
৫.‘অপার্থিব সম্পত্তি’ বলতে কী বোঝ ?
৬. নারী সমাজের অগ্রগতির জন্য বেগম রোকেয়া কী ধরনের পদক্ষেপ নিতে বলেছেন ?

বিলাসী
১. অন্নপাপ কী ? অন্নপাপের জন্য কাকে এবং কেন দায়ি করা হয়েছে ?
২. ‘ওরে বাপরে আমি একলা থাকতে পারব না’ – ব্যাখ্যা কর।
৩. ‘সহমরণ প্রথা’ কী ?
৪. চরিত্র বিশ্লেষণ কর – ক) বিলাসী খ) মৃত্যুঞ্জয় গ) ন্যাড়া
৫. তৎকালীন হিন্দু সমাজের ত্রুটি-বিচ্যুতি আলোচনা কর।

একুশের গল্প
১.‘ পলকহীন চোখ জোড়া দিয়ে অশ্রম্নর ফোয়ারা নেমেছিল তার’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
২. তপুর পরিচয় তুলে ধর।
৩ . রেণু কে ? কোন্ ঘটনায় সে নিথর হয়ে গিয়েছিল ?
৪. স্কেলেটনটি তপুর ছিল – এর স্বপক্ষে যুক্তি দাও।
৫. ‘স্বপ্নালু চোখে স্বপ্ন নাবতো তার ’ – কার,কোন স্বপ্নের কথা এখানে বলা হয়েছে ?
৬. তপুর চরিত্র বিশ্লেষণ কর।

কবিতা
জীবন বন্দনা
১.কবিতায় কাদের বন্দনা করা হয়েছে এবং কেন ?
২. কবি কাদের ক্ষুদ্রমনা বলেছেন এবং কেন ?
৩. ‘আষাঢ়ের গিরি নিঃস্রাব’ বলতে কী বোঝানো হয়েছে ?
৪. ‘শ্রম কিণাঙ্ক কঠিন’ অর্থ কী ?
৫. কবি কাকে ‘যাযাবর শিশু’ বলেছেন ?
৬. ‘জীবন বন্দনা ’ কবিতার মূল বিষয়বস্তু’ আলোচনা কর।
অথবা, মানব সভ্যতার বিকাশে সংগ্রামী মানুষদের অবদান
আলোচনা কর।

বাংলাদেশ
১.কবিতার পটভূমি আলোচনা কর।
২. ‘ওরা কারা বুনোদল ঢোকে’- কাদের সম্পর্কে একথা বলা হয়েছে , কেন ?
৩. পাক সেনাদের বর্বরতার চিত্র আঁক ।
৪. ‘হত্যা ব্যবসায়ী’ কাদের এবং কেন বলা হয়েছে ?
৫. ‘বাংলাদেশ অনন্ত অক্ষত মূর্তি জাগে’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৬.‘চিরদিন বাংলাদেশ’ কথাটির অর্থ কী ?
৭. ‘বহু মিশ্র প্রাণের সংসার’ বলতে কি বোঝানো হয়েছে ?
৮.

টীকা লিখ – অভিন্ন আপন সত্ত্বা ,বাংলাদেশ ধ্বংসকাব্য , সভ্যতার ভাষা ,অধম রাষ্ট্র ।
৯.সান্ত্রী কাপুরুষ কারা ?
১০.পাকিস্তানীদের নির্যাতন চিত্র বর্ণনা কর।
১১. কবিতায় বর্ণিত বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যময় জনজীবন ও গৌরবময় মুক্তিযুদ্ধের কাহিনী বর্ণনা কর ।

তাহারেই পড়ে মনে
১. বসন্তের চিত্ররূপ বর্ণনা কর ।
২. কবির কার কথা মনে পড়ে , কেন ?
৩. ‘মাঘের সন্ন্যাসী’বলতে কী বোঝানো হয়েছে ?
৪. ‘কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী — রিক্ত হস্তে ’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৫. বসন্তের সৌন্দর্য কবির কাছে কেন অর্থহীন মনে হয়েছে ?
৬. কবিতার মূল বিষয়বস’ আলোচনা কর ।

কবর
১.দাদির সাথে দাদার সুখস্মৃতি বর্ণনা কর ।
২. ‘এ কথা লইয়া ভাবি সাব মোরে তামাশা করিত শত ’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৩. ‘মাটিরে আমি যে বড় ভালবাসি’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৪. ‘যেখানে যাহারে জড়ায়ে ধরেছি সেই চলে গেছে ছাড়ি’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৫. বৃদ্ধ দাদুর জীবনে ঘটে যাওয়া বেদনাঘন কাহিনী বর্ণনা কর।

আমার পূর্ব বাংলা
১. ‘এক গুচ্ছ অন্ধকারের তমাল’ – বলতে কবি কী বোঝাতে চেয়েছেন ?
২.‘ বিমুগ্ধ বেদনার শান্তি’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৩. ‘হৃদয় ছুঁয়ে যাওয়া সিক্ত নীলাম্বরী ’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৪. ‘কবরী এলো করে আকাশ দেখার মুহূর্ত’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৫. ‘এখানে ত্রস্ত আকুলতায় চিরকাল অভিসার’ – উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা কর ।
৬. কবিতায় বর্ণিত উপমা-চিত্রকল্পের মাধ্যমে বর্ষা প্রকৃতির সৌন্দর্য বর্ণনা কর।
৭. ‘কবিতায় অপরূপ বাংলার অনুপম রূপ সৌন্দর্য ও সুগভীর দেশপ্রেম বর্ণিত হয়েছে’ – আলোচনা কর ।

পাঞ্জেরি
১.‘জাগো বন্দরে কৈফিয়তের তীব্র ভ্রূকুটি হেরি’ – কাকে , কেন জাগতে বলা হয়েছে ?
২. ‘বন্দরে বসে যাত্রীরা দিন গোণে ’ – কেন, বুঝিয়ে লেখ ।
৩. ‘দরিয়া অথই ভ্রান্তি ’ বলতে কী বোঝানো হয়েছে ?
৪. কবিতায় জাতীয় জীবনের সংকট ও তা থেকে উত্তরণের যে আকাঙক্ষা ব্যক্ত হয়েছে , তা বর্ণনা কর।

আরো সাজেশন এবং প্রশ্ন পেতে আমাদের ইশিখন.কমের সাথেই থাকুন।সবাই ভাল করে পরীক্ষা দিবেন আশা করি।

 

নিচে বিষয়ভিত্তিক এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ২০১৯ সালের সাজেশনগুলো দেওয়া হল:

নিমোক্ত সাজেশনগুলো অনুসরণ করলে সকল বোর্ডের জন্য কমন পড়বে ইনশাআল্লাহ। ইশিখন.কম আপনাদের জন্য আরো নতুন নতুন সাজেশন নিয়ে আসছে। এছাড়া্ও উক্ত লিংক / পেইজগুলোতে আরো নতুন নতুন সাজেশন যুক্ত হবে। তাই সাজেশনের জন্য ইশিখন.কম এর সাথে থাকুন।

 

আরো পড়ুন:

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (বাংলা ১ম পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (বাংলা ২য় পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (English 1st Paper)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ইংরেজি)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (গণিত ১ম পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (গণিত ২য় পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (পদার্থ ১ম পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (পদার্থ ২য় পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (রসায়ন ১ম পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (জীববিজ্ঞান ১ম পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (জীববিজ্ঞান ২য় পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (হিসাব বিজ্ঞান ১ম পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (হিসাব বিজ্ঞান ২য় পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ১ম পত্র)

এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ২য় পত্র)

   
   

0 responses on "এইচ.এস.সি সাজেশন- ২০১৯ (বাংলা ১ম পত্র)"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved