এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-গদ্য-11-অপরিচিতা – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-বাংলা-1-গদ্য – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 583
5821. “তলায় সামান্য কিছু বাকি আছে।”- এ বাক্যে এটি ফুটে উঠেছে?
- বৈষয়িক সম্পত্তি যৎসামান্য এখন আছে
- মঙ্গলঘটের তলায় দু-চারটে মোহর এখন আছে
- বংশমর্যাদা এখন একেবারে শেষ হয়নি
- মেয়ের বংশে এখন কিছু সুন্দরী কন্যা রয়েছে
5822. রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে মৃত্যুবরণ করেন?
- 1940
- 1941
- 1943
- 1945
5823. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত মেয়ের বাবার সন্তান সংখ্যা কত?
- এক
- দুই
- তিন
- চার
5824. ‘অপরিচিতা’ গল্পে ‘বিবাহের ভূমিকা-অংশটা’ বলতে কী বোঝানো হয়েছে?
- ছেলের খোঁজখবর
- মেয়ের খোঁজখবর
- ছেলেমেয়ের কৌলিন্য যাচাইবিয়ের বরযাত্রী সমাদর
- আর্থিক লেন-দেন”;}}
5825. অনুপমের মন ভার হলো কেন?
- মেয়ের বংশ গৌরব শুনে
- মেয়ের পিতার দৈন্যে
- মেয়ের পরিবার পশ্চিমে বাস করে বলে
- মেয়ের বয়স পনেরো শুনে
5826. অনুপমের পিতার অর্জিত সম্পত্তি ভোগ করার সময় নিমেষমাত্র না পা,য়ার মধ্যে কী ফুটে উঠেছে?
- কর্মে ব্যস্ত সময়
- সম্পত্তি অর্জনেই জীবন পার
- অকাল মৃত্যু
- বড় হিসেবি জীবন
5827. অন্নপূর্ণার কোলে গজাননের ছোটো ভাইটি দ্বারা কাকে বোঝানো হয়েছে?
- কার্তিক
- গণেশ
- শ্রীকৃষ্ণ
- বলরাম
5828. ‘খাসা’ শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে?
- আরবি
- ফার্সি
- উর্দু
- হিন্দি
5829. অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন?
- এটি বড়ই আপত্তির কাজ
- কুলীন বংশে এটি চলে না
- মামার এতে ঘোরতর আপত্তি ছিল
- সাহস করে প্রস্তাব করতে না পারায়
5830. রবীন্দ্রনাথ ঠাকুর কোন অভিধায় সম্ভাষিত?
- বিশ্বকবি
- চারণ কবি
- জাতীয় কবি
- নাগরিক কবি
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-বাংলা-1-গদ্য-11-অপরিচিতা"