এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ১মপত্র-7 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ১মপত্র-7 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1080
10791. জনসাধারণকর্তৃক ধারণকৃত শেয়ারকে কী বলে?
- অনুমোদিত শেয়ার
- ইক্যুইটি শেয়ার
- অগ্রাধিকার শেয়ার
- অনাদায়ী শেয়ার
10792. ইক্যুইটি মূলধনের উৎস নিচের কোনটি?
- সাধারণ শেয়ার ও অগ্রাধিকার শেয়ার
- সংরক্ষিত মুনাফা ও ঋণকৃত মূলধন
- সংরক্ষিত মুনাফা ও নতুন শেয়ার ইস্যু
- সাধারণ শেয়ার ও ঋণকৃত মূলধন
10793. কোন ধরনের শেয়ার নির্দিষ্ট সময় পর পরিশোধ করতে হয়?
- পরিশোধযোগ্য অগ্রাধিকার শেয়ার
- ঋণকৃত মূলধন
- সংরক্ষিত মুনাফা
- সাধারণ শেয়ার
10794. অগ্রাধিকার শেয়ারের ব্যয় কী?
- লভ্যাংশ
- অগ্রাধিকার লভ্যাংশ
- বার্ষিক সুদ
- অগ্রিম কর
10795. কোনো প্রতিষ্ঠানের অগ্রাধিকার শেয়ার মালিকরা কীরূপে লভ্যাংশ পেয়ে থাকে?
- অনির্দিষ্ট হারে নির্দিষ্ট সময়ের জন্য
- নির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য
- অনির্দিষ্ট হারে অনির্দিষ্ট সময়ের জন্য
- নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময়ের জন্য
10796. কোনটি হতে ব্যক্তিগত কর বাদ দেয়া হয়?
- সংরক্ষিত তহবিল
- অগ্রাধিকার শেয়ার
- ঋণপত্র
- সাধারণ শেয়ার
10797. সংরক্ষিত ব্যয় কী?
- Cost of debt
- Cost of equ1ty
- Cost of reta1n earn1ng
- Cost of Secur1ty
10798. CAPM পদ্ধতি অনুসরণ করে কীসের ব্যয় নির্ধারণ করা হয়?
- সাধারণ শেয়ার ব্যয়
- রাইট শেয়ার ব্যয়
- অগ্রাধিকার শেয়ার ব্যয়
- বোনাস শেয়ার ব্যয়
10799. লভ্যাংশ কোন মূলধনের ব্যয়?
- সাধারণ শেয়ার
- অগ্রাধিকার শেয়ার
- অবণ্টিত শেয়ার
- ঋণ
10800. রজনী লি. রে সাধারণ শেয়ার খরচ ১৫% । শেয়ার হোল্ডারদের ব্যক্তিগত করের হার ১৫% হলে রজনী লি. এর সংরক্ষিত আয়ের খরচ কত?
- 0.102
- 0.1075
- 0.1275
- 0.1298
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-অর্থনীতি ১মপত্র-7 - এইচএসসি-অর্থনীতি ১মপত্র-7 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1080"