এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ১মপত্র-6 – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ১মপত্র-6 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1077
10761. যে বন্ডের মেয়াদ অসীম তাকে কী বলে?
- জিরো কুপন বন্ড
- চিরস্থায়ী বন্ড
- তলবযোগ্য বন্ড
- ঋণপত্র
10762. নির্দিষ্ট আর্ন ভোগ করে কারা?
- সাধারণ শেয়ারহোল্ডারগণ
- বন্ডহোল্ডারগণ
- অবলেক
- বিনিয়োগ ব্যাংক
10763. কোন বন্ডে বন্ড হোল্ডারে নাম, ঠিকানা ও ক্রমিক নং লেখা থাকে?
- জাঙ্ক বন্ড
- কল বন্ড
- নিবন্ধিত বন্ড
- পুট বন্ড
10764. বন্ডের মূল্য নির্ধারণের ক্ষেত্রে MV বলতে কোনটিকে বোঝায়?
- বন্ডের মেয়াদ
- মেয়াদ শেষে ব্যাপ্ত
- বন্ডের প্রত্যাশিত বর্তমান মূল্য
- প্রত্যাশিত আয়ের হার
10765. বাজার সুদের হার বৃদ্ধি পেলে বন্ডের মূল্যে কী প্রভাব পড়ে?
- বৃদ্ধি পাবে
- হ্রাস পাবে
- অপরিবর্তিত থাকবে
- দ্বিগুণ বৃদ্ধি পাবে
10766. বিনিয়োগকারীর প্রত্যাশিত প্রতিদানের হার এবং বাজার প্রতিদানের হার সমান হয় কখন?
- সিকিউরিটির বাজার মূল্য ও অন্তর্নিহিত মূল্য সমান হলে
- সিকিউরিটির ভবিষ্যৎ মূল্য ও বাজার মূল্য সমান হলে
- সিকিউরিটির ক্রয়মূল্য ও বাজার মূল্য সমান হলে
- সিকিউরিটির প্রত্যাশিত মূল্য ও বাজার মূল্য সমান হলে
10767. মিউচুয়াল ফান্ড সার্টিফিকেট ইস্যুর মাধ্যমে সঞ্চয়কে বিনিয়োগে রূপান্তর করে কোন প্রতিষ্ঠান?
- মার্চেন্ট ব্যাংক
- গ্রামীণ ব্যাংক
- ব্রাক ব্যাংক
- বাংলাদেশ ব্যাংক
10768. স্টক ও শেয়ার কত ধরনের হয়ে থাকে?
- দুই ধরনের
- চার ধরনের
- ছয় ধরনের
- আট ধরনের
10769. উদ্যোক্তাদেরকে কোন ধরনের শেয়ার প্রদান করা হয়?
- পরিশোধ্য অগ্রাধিকার
- সাধারণ শেয়ার
- বিলম্বিত শেয়ার
- অগ্রাধিকার শেয়ার
10770. BSEC এর পূর্ণরূপ কী?
- Bond Secur1t1es & Exchange Comm1ss1on
- Bangladesh Secur1t1es Exchange Comm1ss1on
- Bangladesh Secur1t1es & Exchange Comm1ss1on
- Bangladesh Safe Exchange Comm1ss1on
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি-অর্থনীতি ১মপত্র-6 - এইচএসসি-অর্থনীতি ১মপত্র-6 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1077"