অর্থনীতি | এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-অর্থনীতি ১মপত্র- কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1070
10691. কোম্পানির অর্থসংস্থান সিদ্ধান্ত নেওয়া হয় কোনটির মাধ্যমে?
- নিট মুনাফার মাধ্যমে
- আর্থিক বিশ্লেষণের মাধ্যমে
- মোট বিনিয়োগের মাধ্যমে
- বিনিয়োগ চাহিদার মাধ্যমে
10692. আর্থিক ব্যবস্থাপকগণ তাদের ব্যবসায়িক সাফল্য পরিমাপ ও বিশ্লেষণের জন্য কী করে থাকেন?
- বিক্রয়ের পরিমাণ নির্ধারণ
- মূলধনের পরিমাণ নির্ধারণ
- আর্থিক বিশ্লেষণ
- ব্যবসায়িক সুসম্পর্ক তৈরি
10693. আর্থিক বিবরণী বিশ্লেষণের পদ্ধতি কয়টি?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
10694. শেয়ারহোল্ডাররা আর্থিক বিশ্লেষণের মাধ্যমে কী জানতে পারে?
- নীতি প্রণয়নের প্রয়োজনীয় তথ্য
- আর্থিক অবস্থার গতি প্রকৃতি
- প্রতিষ্ঠানের দুর্বলতাসমূহ
- মুনাফা অর্জন ক্ষমতা
10695. যে বিবরণীর মাধ্যমে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের যাবতীয় আর্থিক কার্যাবলী প্রদর্শন করা হয় তাকে কী বলে?
- উদ্বৃতপত্র বিবরণী
- সম-আয়-ব্যয় বিবরণী
- আর্থিক বিবরণী
- অনুপাত বিশ্লেষণ
10696. কোন পদ্ধতিতে আর্থিক বিবরণীর উপাত্তসমূহকে ১০০ দ্বারা ভাগ করা যায়?
- সমআকার আর্থিক বিবরণী
- তুলনামূলক আর্থিক বিবরণী
- অনুপাত বিশ্লেষণ
- বিশেষায়িত বিশ্লেষণ
10697. একজন ব্যবস্থাপক কিভাবে বিভিন্ন বিভাগের দুর্বলতা নির্ণয় করেন?
- আর্থিক বিশ্লেষণের মাধ্যমে
- সমচ্ছেদবিন্দু বিশ্লেষণের মাধ্যমে
- প্রশিক্ষণের মাধ্যমে
- ব্যক্তিগত পর্যবেক্ষণের মাধ্যমে
10698. আর্ন বিবরণীর মাধ্যমে জানা যায়-
- পরিচালন আয়
- পরিচালন ব্যয়
- সম্পদের পরিমাণ
A,B
10699. বিনিয়োগকারীর নিকট আর্থিক বিশ্লেষণের গুরুত্ব হলো-
- লাভ অর্জনের ক্ষমতা জানা
- নগদ আন্তঃপ্রবাহের পরিমাণ জানা
- শেয়ার প্রতি আর্ন ও লভ্যাংশ জানা
A,C
10700. কোনটির মাধ্যমে প্রতিষ্ঠানের নগদের বর্তমান অবস্থা সম্পর্কে ধারণা লাভ করা যায়?
- রেওয়ামিল
- নগদ প্রবাহ বিবরণী
- আর্থিক বিবরণী
- সমন্বয় দাখিলা
অর্থনীতি | আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "এইচএসসি অর্থনীতি ১মপত্র"