উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন জামালপুরের মেলান্দহ বিশ্ববিদ্যালয়ের।
জামালপুরের মেলান্দহে শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের দাবিতে বুধবার (১৮ এপ্রিল) আন্দোলনের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। সকাল থেকে ক্লাশ বর্জন করে ক্যাম্পাসে দফায় দফায় মিছিল-সমাবেশ এবং বারান্দায় বসে প্ল্যাকার্ড প্রদর্শন করছে। বেশির ভাগ শিক্ষার্থীদের প্ল্যাকার্ডে লেখা আর নয় দেরী, চাই উপাচার্য প্রজ্ঞাপন জারি।
এর আগেও কয়েকদফা আন্দোলনের মুখে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামীন উপাচার্য নিয়োগের বিষয়টি উর্ধ্বতন মহলকে জানানোর আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দালন প্রত্যাহার করেছিল।
উল্লেখ্য, শিক্ষার্থীরা জানান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব ফিশারীজ কলেজকে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হলেও উপাচার্য নিয়োগ কিংবা বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়নি। তাই তারা এ আন্দোলন করছেন। উপাধ্যক্ষ রফিকুল বারী মামুন বলেন, বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম কিংবা উপাচার্য নিয়োগের বিষয়টি সম্পূর্ণ সরকারের। এখানে আমাদের কোনও হাত নেই। যতোটুকু জেনেছি বিষয়টি উর্ধ্বতন মহলে প্রক্রিয়াধীন আছে।
0 responses on "উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন জামালপুরের মেলান্দহ বিশ্ববিদ্যালয়ে"