বাংলাদেশের উপজাতি

বাংলাদেশে মোট উপজাতি- ৩১টি

মোট উপজাতিদের সংখ্যা- প্রায় ১৪ লক্ষ

উপজাতিরা দেশের জনসংখ্যার- প্রায় ১.০৮%

বাংলাদেশে উপজাতিদের মধ্যে সবচেয়ে বেশি জনসংখ্যা- চাকমাদের

বাংলাদেশে উপজাতিদের মধ্যে জনসংখ্যায় দ্বিতীয়- সাঁওতাল

মুসলমান উপজাতি- পাঙন ও লাউয়া

মাতৃতান্ত্রিক উপজাতি- গারো, খাসিয়া ও সাঁওতাল

পিতৃতান্ত্রিক উপজাতি- মারমা ও হাজং

[বি:দ্র: পরীক্ষায় কারা মাতৃতান্ত্রিক বললে গারো, খাসিয়া, সাঁওতাল- যেটা থাকবে, সেটা উত্তর হবে । আর কারা মাতৃতান্ত্রিক নয় বললে মারমা বা হাজং যেটা থাকবে, সেটা উত্তর হবে ।]

[বি:বি:দ্র: আসলে সাঁওতালরা মাতৃতান্ত্রিক নয়, কিন্তু পরীক্ষায় আসলে দিতে হবে । সত্যিকার অর্থে একমাত্র মাতৃতান্ত্রিক গারোরা । ওদের মাঝেই কেবল উত্তরাধিকার সূত্রে মেয়েদের সম্পদের উত্তরাধিকারী হওয়ার ঐতিহ্য আছে ।]

পার্বত্য চট্টগ্রামে উপজাতি বাস করে- ১৩টি

‘চাকমা’ শব্দের অর্থ- মানুষ

পার্বত্য চট্টগ্রামের প্রাচীনতম অধিবাসী- মুরং বা ম্রো

মণিপুরীরা বাস করে- সিলেটে

মণিপুরী নৃত্য- সিলেটের

রাখাইনরা এসেছে- মায়ানমার থেকে

রাখাইনরা বেশি বাস করে- পটুয়াখালীতে (এছাড়া কক্সবাজারেও বাস করে)

উপজাতিদের জন্য সরকারি সাংস্কৃতিক প্রতিষ্ঠান- ৩টি

১. উপজাতীয় সাংস্কৃতিক একাডেমি– বিরিশিরি, নেত্রকোণা (প্রথম প্রতিষ্ঠিত; ১৯৭৭ সালে)

২. ট্রাইবাল কালচারাল ইন্সটিটিউট– রাঙামাটি

৩. ট্রাইবাল কালচার একাডেমি- দিনাজপুর

পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের বর্ষবরণকে সামগ্রিকভাবে বলা হয়- বৈসাবি (ত্রিপুরাদের বৈসু, মারমাদের সাংগ্রাইং ও চাকমাদের বিঝু)

সাঁওতাল বিদ্রোহের নায়ক- ২ ভাই কানু আর সিদু (১৮৫৫-৫৬)

চাকমা বিদ্রোহের নায়ক- জুম্মা খান (কার্পাস বিদ্রোহ) (১৭৭৬-৮৭)

একমাত্র খেতাবপ্রাপ্ত আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা- ইউ কে চিং

শান্তিবাহিনীর প্রতিষ্ঠাতা- মানবেন্দ্র নারায়ণ লারমা

শান্তিবাহিনীর বর্তমান চেয়ারম্যান- জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারাম (সন্তু লারমা)

বিভিন্ন উপজাতিদের আবাসস্থল

পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী উপজাতি

চাকমা

চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান

ত্রিপুরা

খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙামাটি

মারমা

বান্দরবান, কক্সবাজার ও পটুয়াখালী

রাখাইন

পটুয়াখালী ও কক্সবাজার

খুমী

বান্দরবানের লামা, রুমা ও থানচি থানায়

পাংখো

বান্দরবান

মুরং/ম্রো

বান্দরবান

মগ

খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান ও পটুয়াখালী

লুসাই

রাঙামাটি

বনজোগী

বান্দরবানের গহীন অরণ্যে

তঞ্চংগা

রাঙামাটি

চক

বান্দরবানের লামা থানায়

কুকি

রাঙামাটি

খ্যাং

রাঙামাটির কাপ্তাই ও রাজস্থালী

সমতল ও অন্যান্য অঞ্চলের আদিবাসী

গারো

ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও নেত্রকোনা

হাজং

ময়মনসিংহ ও নেত্রকোনা

হদি

নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বারহাট্টায়

হাদুই

নেত্রকোনা জেলার শ্রীবর্দি ও বিরিশিরি

সাঁওতাল

রাজশাহী, রংপুর, বগুড়া ও দিনাজপুর

ওঁরাও

বগুড়া ও রংপুর

রাজবংশী

রংপুর

মণিপুরী

সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ

খাসিয়া

সিলেটের জৈয়ন্তিকা পাহাড়ে

পাত্র

সিলেট

বাওয়ালী

সুন্দরবন

মৌয়ালী

সুন্দরবন

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline