উন্নয়নে-সহায়ক-সেবা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1269
12681. বিডিবিএল কর্তৃক সরবরাহকৃত সহায়তা হলো-
- সাধারণ ব্যাংকিং
- আর্থিক সহায়তা
- কারিগরি সহায়তা
A,B,C
12682. বিডিবিএল ব্যাংকিং বহির্ভুত কাজ হলো এর বাণিজ্যিক-
- সরকারি শিল্পে আর্থিক সহায়তা
- বেসরকারি শিল্পে আর্থিক সহায়তা
- কৃষিভিত্তিক শিল্পে পৃষ্ঠপোষকতা
A,B,C
12683. ইসপিক প্রতিষ্ঠিত হয় কখন?
- ১৯৫৭ সালে
- ১৯৫৮ সালে
- ১৯৬০ সালে
- ১৯৬২ সালে
12684. উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার ব্যবসায়ের চেয়ে অগ্রাধিকার প্রদান করছে-
- শিল্প খাতকে
- সেবা খাতকে
- কৃষি খাতকে
A,B,C
12685. সহায়তাকারী প্রতিষ্ঠানসমূহের ভূমিকা হলো-
- দিকনির্দেশ না প্রদান
- আর্থিক সহায়তা প্রদান
- তথ্য সরবরাহ
A,B,C
12686. দেশের ঐতিহ্যবাহী কারুশিল্পের অন্তর্ভুক্ত-
- সিল্ক
- জামদানি
- নকশিকাঁথা
A,B,C
12687. পূঁজি সংস্থান কোন ধরনের সহায়তা?
- উদ্দীপনামূলক সহায়তা
- সমর্থনমূলক সহায়তা
- সংরক্ষণমূলক সহায়তা
- সামাজিক সহায়তা
12688. বিডিবিএল গঠনে একত্রিত করা হয়েছে-
- বাংলাদেশ শিল্প ব্যাংক
- বেসিক ব্যাংক
- বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা
A,C
12689. ব্যবসায় বা শিল্প স্থাপন হলো-
- সৃজনশীল কাজ
- গঠন মূলক কাজ
- নৈমিত্তিক কাজ
A,B
12690. ব্র্যাকের সহযোগী প্রতিষ্ঠান উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত-
- ভূমিহীনদের প্রকল্প প্রণয়ন
- প্রকল্প বাস্তবায়ন ও ব্যবস্থাপনা
- বিপণনে সহায়তা
A,B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "উন্নয়নে-সহায়ক-সেবা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1269"