উন্নয়নে-সহায়ক-সেবা – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ব্যবসায় উদ্যোগ-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 1264
12631. শিল্প স্থাপনে সহজে কেউ এগিয়ে আসতে চায় না কেন?
- এতে সৃজনশীলতার প্রয়োজন হয়
- কাজটি গঠনমূলক বলে
- এ কাজে ঝুঁকি নিতে হয় বলে
- নিজস্ব পুঁজির প্রয়োজন হয়
12632. সেবামূলক খাত হলো-
- আইসিটি
- লন্ড্রি
- বিউটি পার্লার
A,B,C
12633. ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে সম্ভব-
- কর্মসংস্থান সৃষ্টি
- বেকারত্ব লাঘব
- অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন
A,B,C
12634. মহিলা অধিদপ্তরের লক্ষ্য হলো-
- নারীর ক্ষমতায়ন
- নারীর কর্মসংস্থান
- নারীর সৃজনশীলতার বিকাশ
B,C
12635. বিসিক প্রদত্ত সহায়তা হলো-
- প্রকল্প নির্বাচন
- পণ্য ডিজাইন
- প্রকল্প মূল্যায়ন
A,B,C
12636. বাংলাদেশ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কোন এনজিও?
- গ্রামীণ ব্যাংক
- ব্র্যাক
- প্রশিকা
- মাইডাস
12637. মজনু বান্দরবানে ম্যাচ ফ্যাক্টরি স্থাপন করলেন। তিনি কত বছর কর সুবিধা পাবেন?
- ৫ বছর
- ৭ বছর
- ৮ বছর
- ১০ বছর
12638. ‘বিনিয়োগ সুযোগ-সুবিধা সম্পর্কে অবহিতকরণ’ কোন ধরনের সহায়তার অন্তর্ভুক্ত?
- উদ্দীপনা মূলক সহায়তা
- সমর্থনমূলক সহায়তা
- সংরক্ষণমূলক সহায়তা
- অর্থসংস্থানমূলক সহায়তা
12639. টিএমএসএস পরিচালনা করে-
- দোকান
- হাঁস-মুরগির খামার
- নার্সারি
A,B,C
12640. ব্যবসায় সম্প্রসারণের পথে অসুবিধাসমূহ দূরীকরণ কোন ধরনের সহায়তার অন্তুর্ভুক্ত?
- উদ্দীপনামূলক
- সমর্থনমূলক
- সংরক্ষণমূলক
- অর্থসংস্থানমূলক
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "উন্নয়নে-সহায়ক-সেবা - এসএসসি-ব্যবসায় উদ্যোগ-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 1264"