উদ্ভিদ-শারীরতত্ত্ব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 463
4621. মোট প্রস্বেদনের কত ভাগ পত্ররন্ধ্রের মাধ্যমে হয়?
- ৬০-৭০%
- ৭০-৮০%
- ৮০-৯০%
- ৯০-৯৫%
4622. ম্যালিক এসিড CO2�ত্যাগ করে কিসে পরিণত হয়?
- ফিউমারিক এসিড
- কার্বনিক এসিড
- পাইরুভিক এসিড
- মিথানয়িক এসিড
4623. রক্ষীকোষের আকৃতি কীরূপ?
- গোলাকার
- বর্তুলাকার
- বৃক্কাকার
- দন্ডাকার
4624. ATP-ase এনজাইম –
- ক্যাটায়নের বাহক হিসেবে কাজ করে
- আয়ন সাম্যতা আনায়ন করে
- হাইড্রোজেনকে ভাঙতে সাহায্য করে
A,B
4625. মাটিতে কোন আয়নটি ক্যাটায়ন হিসেবে থাকে?
- SD4-
- Mg++
- Cl-
- OH-
4626. রক্ষীকোষে কোন আয়নের সক্রিয় শোষণের দ্বারা পত্ররন্ধ্র খোলা ও বন্ধ হওয়া নিয়ন্ত্রিত হয়?
- K+
- Ca++
- Mg++
- Na+
4627. উদ্ভিদের জন্য স্বল্পমাত্রিক পুষ্টি পদার্থ হচ্ছে –
- বোরন
- ক্লোরিন
- ম্যাগনেসিয়াম
A,B
4628. উদ্ভিদ কোষের কোথায় সালোকসংশ্লেষণ ঘটে?
- ক্লোরোপ্লাস্টে
- ক্রোমোপ্লাস্টে
- লিউকোপ্লাস্টে
- অ্যারিওপ্লাস্টে
4629. প্রস্বেদনের হার বৃদ্ধির জন্য দায়ী –
- তাপমাত্রা বৃদ্ধি
- আর্দ্রতা হ্রাস
- চাপ হ্রাস
A,B,C
4630. অধিকাংশ উদ্ভিদের পত্ররন্ধ্র –
- দিনের বেলা খোলা থাকে
- সব সময় খোলা থাকে
- রাতের বেলা বন্ধ থাকে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "উদ্ভিদ-শারীরতত্ত্ব - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 463"