উদ্ভিদ-শারীরতত্ত্ব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 460
4591. উদ্ভিদ কোন প্রক্রিয়ায় দেহ থেকে অতিরিক্ত পানি বাষ্পাকারে বের করে দেয়?
- অভিস্রবণ
- শ্বসন
- প্রস্বেদন
- গাটেশন
4592. কার্বক্সিলেজ এনজাইমের প্রভাবে অক্সালো সাকসিনিক এসিড থেকে উৎপন্ন হয় কোনটি?
- আইসোসাইট্রিক এসিড
- ∝ কিটোগ্লুটারিক এসিড
- সাইট্রিক এসিড
- সিসঅ্যাকোনাইটিক এসিড
4593. পাইরুভিক এসিডের অসম্পূর্ণ জারণের ফলে উৎপন্ন হয় কোনটি?
- ইথাইল অ্যালকোহল
- ল্যাকটিক এসিড
- CO2
- সবগুলো
4594. সবাত শ্বসন ঘটে কোনটিতে?
- মাইটোকন্ড্রিয়ায়
- ক্লোরোপ্লাস্টে
- সাইটোপ্লাজমে
- নিউক্লিয়াসে
4595. শ্বসন প্রক্রিয়ার বাহ্যিক প্রভাবক –
- তাপমাত্রা
- অক্সিজেন
- এনজাইম
A,B
4596. 3PGA থেকে উৎপন্ন ৬ অণু ৩-ফসফোগ্লিসার্যালডিহাইড এর –
- ৫ অণু পুনরায় RuBP উৎপাদনে ব্যবহৃত হয়
- এক অণু শর্করা উৎপাদনে ব্যবহৃত হয়
- ৬ অণু পুনরায় RuBP উৎপাদনে ব্যবহৃত হয়
A,B
4597. সাইটোপ্লাজমে সবাত শ্বসন ঘটে –
- মানুষের
- ব্যাকটেরিয়ার
- নীলাভ সবুজ শৈবালের
B,C
4598. কোনটি শ্বসনের হার বেশি –
- পাতা
- দল
- অঙ্কুরিত বীজ
- কান্ডশীর্ষ
4599. রোগাক্রান্ত উদ্ভিদে শ্বসনের হার –
- কমে যায়
- বেড়ে যায়
- একই রকম থাকে
- কখনো বাড়ে কখনো কমে
4600. লোহিত শৈবালে ফটোসিনথেটিক পিগমেন্টগুলো কোথায় থাকে?
- ক্রোম্যাটোফোর
- থাইলাকয়েড
- ক্লোরোপ্লাস্টে
- ক্রোমোপ্লাস্টে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "উদ্ভিদ-শারীরতত্ত্ব - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 460"