উদ্ভিদ-শারীরতত্ত্ব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 458
4571. ক্রেবস চক্রে সর্বমোট উৎপাদিত ATP এর সংখ্যা কত?
- ২২টি
- ২৪টি
- ৩৩টি
- ৩৮টি
4572. উদ্ভিদের মাটি থেকে শোষিত পানির প্রায় কতভাগ সালোকসংশ্লেষণে ব্যয় হয়?
- 0.01
- 0.02
- 0.03
- 0.04
4573. নিচের কোনটিকে B1olog1cal Co1n (জৈব মুদ্রা) বলে?
- ATP
- ADP
- NADP
- NADPH2
4574. পত্ররন্ধ্রের অবস্থান –
- উদ্ভিদের যাবতীয় সবুজ অংশে থাকে
- পানিতে ভাসমান পাতার ঊর্ধ্বত্বকে পত্ররন্ধ্র থাকে
- সমাঙ্গপৃষ্ঠ পাতার শুধু নিম্নত্বকে থাকে
A,B
4575. ব্যাকটেরিয়াতে কোথায় শ্বসন ঘটে?
- মাইটোকন্ড্রিয়ায়
- ক্লোরোপ্লাস্টে
- সাইটোপ্লাজমে
- নিউক্লিয়াসে
4576. সবাত ও অবাত শ্বসনের উভয়ের সাধারণ পর্যায় কোনটি?
- গ্লাইকোলাইসিস
- অ্যাসিটাইল Co-A
- ক্রেবস চক্র
- ইলেকট্রন প্রবাহ তন্ত্র
4577. ক্লোরোফিল আলোক রশ্মির কোনটি শোষণ করে?
- আয়ন
- নিউটন
- ফোটন
- ইলেকট্রন
4578. কত তাপমাত্রায় সালোকসংশ্লেষণের হার সবচেয়ে বেশি?
- ২০-২৫০ সে.
- ৩০-৩৫০ সে.
- ১৫-২০০ সে.
- ২২-২৫০ সে.
4579. C3�চক্রে কোনটির বিজারণ ঘটে?
- O2
- CO2
- H2O
- NH4
4580. ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত পদার্থ কোনটি?
- ম্যালিক এসিড
- সাইট্রিক এসিড
- অক্সালিক এসিড
- ল্যাকটিক এসিড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "উদ্ভিদ-শারীরতত্ত্ব - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 458"