উদ্ভিদ-শারীরতত্ত্ব – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 456
4551. বর্ণালির কোন অংশ সালোকসংশ্লেষণে ব্যবহৃত হয়?
- নীল
- লাল
- বেগুনি
- সবুজ
4552. অবাত শ্বসন ঘটে –
- ছত্রাকে
- ব্যাকটেরিয়াতে
- Ascar1s নামক কৃমিতে
A,B,C
4553. মুথাঘাসের বান্ডলসীথের কোষে –
- ক্লোরোপ্লাস্টে গ্রানা অনুপস্থিত
- RUB1SCO এনজাইম সক্রিয় হয়
- PEP কার্বক্সাইলেজ এনজাইম সক্রিয় হয়
A,B
4554. অধুনা বিজ্ঞানীদের মতে কোন পিগমেন্ট দ্বারা শোষিত আলোকশক্তি সালোকসংশ্লেষণের কাজে লাগে?
- Ch-‘a’
- Ch-‘b’
- জ্যান্থোফিল
- ক্যারোটিন
4555. উদ্ভিদ কর্তৃক মাটি থেকে শোষণকৃত উপাদান কয়টি?
- ১৭টি
- ১৪টি
- ১৮টি
- ২০টি
4556. কোন প্রক্রিয়ায় বায়ুতে O2�নির্গত হয়?
- ক্রেবস চক্র
- গ্লাইকোলাইসিস
- হ্যাচ ও স্ল্যাক চক্র
- অচক্রীয় ফটোফসফোরাইলেশন
4557. X’ প্রক্রিয়া উদ্ভিদ দেহ থেকে পানি বের হয়ে যেতে সাহায্য করে। এ প্রক্রিয়ার ফলে –
- জাইলেমের পানিস্তম্ভে শোষণ টান সৃষ্টি হয়
- মূলে পানি শোষণ ও রস উত্তোলন ঘটে
- কোষে পানি সাম্যতা ব্যাহত হয়
A,B
4558. একক হিসেবে কোন আলোতে সালোকসংশ্লেষণ বেশি হয়?
- লাল
- বেগুনি
- নীল
- কমলা
4559. নিচের কোনটিতে পত্ররন্ধ্র কেবল পাতার উপরিতলে অবস্থান করে?
- আপেল
- গোলআলু
- যব
- শাপলা
4560. নিচের কোনটি অ্যাপোপ্লাস্ট?
- কোষ প্রাচীর
- কোষঝিল্লি
- প্রোটোপ্লাজম
- নিউক্লিয়াস
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "উদ্ভিদ-শারীরতত্ত্ব - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 456"