উদ্ভিদ-প্রজনন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 371
3701. গর্ভাশয় ও ডিম্বক নিঃসৃত পদার্থে কোন আয়ন উপস্থিত থাকে?
- Ca++
- Na+
- K+
- Fe++
3702. দ্বি-বিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে কোনটি?
- ফার্ন
- আবৃতবীজী
- ব্যাকটেরিয়া
- মস
3703. নিষেকের ফলে উৎপন্ন জাইগোটটি হবে –
- হ্যাপ্লয়েড
- ট্রিপ্লয়েড
- ডিপ্লয়েড
- পলিপ্লয়েড
3704. পার্থেনোজেনেসিস প্রক্রিয়ায় উৎপন্ন স্ত্রীরেণুটি কোন ধরনের?
- হ্যাপ্লয়েড
- ডিপ্লয়েড
- ট্রিপ্লয়েড
- পলিপ্লয়েড
3705. বাংলাদেশ কৃষি গবেষণা পরিষদ কার সহযোগিতায় উফশী গম উদ্ভাবন করেছে?
- SUMM1T
- S1MM1T
- C1MM1T
- 1RR1
3706. নিষেকের ফলে ডিম্বাণু কী উৎপন্ন করে?
- সস্য
- জাইগোট
- বীজ
- গৌণ নিউক্লিয়াস
3707. শাখা কলম পদ্ধতিতে অঙ্গজ জনন করে কোনটি?
- গোলাপ
- লিচু
- জাম
- লেবু
3708. এককোষী উদ্ভিদে কোন প্রক্রিয়ায় বংশবিস্তার ঘটে?
- খন্ডায়ন
- যৌন জনন
- বাডিং
- কৃত্রিম জনন
3709. অধিকাংশ উদ্ভিদে ভ্রূণথলি গঠন প্রক্রিয়া –
- মনোস্পোরিক
- বাইস্পোরিক
- ট্রাইস্পোরিক
- টেট্রাস্পোরিক
3710. অযৌন প্রজনন –
- অযৌন স্পোর সৃষ্টির মাধ্যমে হয়
- অঙ্গ ও বীজের মাধ্যমে হয়
- নিম্ন শ্রেণির উদ্ভিদে ঘটে
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "উদ্ভিদ-প্রজনন - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 371"