উদ্ভিদ-প্রজনন – এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক-জীববিজ্ঞান ১মপত্র-10 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 369
3681. স্ত্রীকেশর কতটি অংশ নিয়ে গঠিত হয়?
- ২টি
- ৩টি
- ৪টি
- ৫টি
3682. পুংরেণু কোথায় উৎপন্ন হয়?
- পুংদন্ড
- পুংধানী
- গর্ভপত্র
- গর্ভাশয়
3683. অতি দ্রুত অধিক সংখ্যক কাঙ্ক্ষিত মানের চারা উৎপাদন করা হয় কোন পদ্ধতিতে?
- টিস্যু কালচার
- ভ্রূণ কালচার
- সংকরায়ন
- কাটিং
3684. ছোট ফুলের ইমাস্কুলেশনের জন্য কত তাপমাত্রায় গরম পানিতে ডুবাতে হবে?
- ৩০০-৪০০ সে.
- ৩০০-৩৫০ সে.
- ৪৫০-৫০০ সে.
- ২০০-১৫০ সে.
3685. জেনারেটিভ কোষ থেকে উৎপন্ন শুক্রাণুর সংখ্যা কত?
- ২টি
- ৪টি
- ১টি
- ৩টি
3686. নিচের কোনটিতে হ্যাপ্লয়েড পার্থেনোজেনেসিস ঘটে?
- আখে
- তামাকে
- মরিচে
- ডালিয়াতে
3687. নালি নিউক্লিয়াস পরাগনালির কোথায় অবস্থান করে?
- মধ্যভাগে
- শীর্ষভাগে
- বাইরে
- প্রান্তভাগে
3688. স্ত্রীজনন কোষ ও পুংজনন কোষের মিলনকে বলে –
- অ্যাপোগ্যামী
- সিনগ্যামী
- অ্যাপোস্পরি
- পোরগ্যামী
3689. কোন বিজ্ঞানী ভুট্টার সংকর তৈরি করে ফসল উৎপাদনে চমক তৈরি করেন?
- Borloug
- G.H. Shull
- Kolreuter
- W1nkler
3690. জোড় কলম পদ্ধতিতে গাছের যে অংশ জোড়া দেওয়া হয় তাকে কী বলে?
- সায়ন
- স্টক
- কুঁড়ি
- খন্ড
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন।
0 responses on "উদ্ভিদ-প্রজনন - এইচএসসি-জীববিজ্ঞান ১মপত্র-10 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 369"