উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যৌন হয়রানি প্রতিবাদে বিক্ষোভ

উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যৌন হয়রানি প্রতিবাদে বিক্ষোভ

উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যৌন হয়রানি প্রতিবাদে বিক্ষোভ

রাজধানীর উত্তরা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির প্রতিবাদে উত্তরায় তুরাগ পরিবহনের বেশ কয়েকটি বাস আটকে রেখেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যৌন হয়রানিবিরোধী বিভিন্ন লেখাযুক্ত প্ল্যাকার্ড হাতে নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন তারা।

রোববার (২২ এপ্রিল) দুপুর ১২টা থেকে হাউজ বিল্ডিংয়ের সামনের সড়কে তুরাগ পরিবহনের ১২ থেকে ১৫টি বাস আটকে দেয় উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম সিদ্দিক জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে। তারা তুরাগ পরিবহনের মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ বলেন, শনিবার (২১ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে আমাদের বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী ক্লাসে আসার জন্য বাড্ডা লিংক রোড থেকে তুরাগ পরিবহনের একটি বাসে ওঠে। বাসে থাকা অন্য যাত্রীরা নতুন বাজারসহ পরের স্টপেজে নেমে যেতে থাকেন। এতে ওই নারী শিক্ষার্থী কিছুটা ভয় পেয়ে বাকি যাত্রীদের সঙ্গে বসুন্ধরা স্টপেজে নেমে যাওয়ার উদ্যোগ নিলে বাসের কন্ডাক্টর ও হেলপাররা তার হাত ধরে ফেলে এবং বাসে থাকা আরও দুজন মেয়েটিকে আটকাতে বলে। নিজেকে রক্ষা করতে ছাত্রীটি চলন্ত বাস থেকে লাফিয়ে নেমে যায়।

এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, খবর পেয়ে আমরা আজ দুপুর ১২ টা থেকে হাউজ বিল্ডিংয়ের সামনে অবস্থান নিয়ে তুরাগ পরিবহন আটকাতে থাকি।

আরেক শিক্ষার্থী বলেন, এভাবে আমাদের বোনকে যৌন হয়রানি করেছে। আমরা এর বিচার চাই। তুরাগ পরিবহনের মালিকের দৃষ্টি আকর্ষণের জন্য আমরা এমন পদক্ষেপ নিয়েছি। তারা যদি দোষীদের চিহ্নিত করে দেয় তবে আমরা সব বাস ছেড়ে দেব।

উত্তরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর যৌন হয়রানি প্রতিবাদে বিক্ষোভ

 

 

আরো পড়ুনঃ

স্কুলছাত্রীর ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার অভিযোগে শিক্ষক রিমান্ডে

৯ বছরের চতুর্থ শ্রেণীর এক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

মন্তব্য করুন

স্যার, কিভাবে আপনাকে সাহায্য করতে পারি?

Click one of our representatives below

Customer Support
Customer Support

Syeda Nusrat

I am online

I am offline

Technical Support
Technical Support

Ariful Islam Aquib

I am online

I am offline