
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এ বছরের ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক জরুরি বৈঠকে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ১১টার দিকে উপাচার্য আবদুল হাকিম সরকারের সভাপতিত্বে উপাচার্যের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সহ-উপাচার্য শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ, প্রক্টর মাহবুবর রহমান, শিক্ষার্থী উপদেষ্টা আনোয়ার হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন ২০১৬-১৭ সেশনের ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিকভাবে এই তারিখ নির্ধারণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আবদুল লতিফ জানান, সময় স্বল্পতা ও তাৎক্ষণিক প্রয়োজনের ভিত্তিতে এক জরুরি বৈঠকে প্রাথমিকভাবে ভর্তি পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
পরীক্ষার আবেদন করার প্রক্রিয়া, নিদির্ষ্ট তারিখ প্রকাশের সাথে সাথে ইশিখনে প্রকাশ করা হবে। দেখতে ইশিখনের সাথেই থাকবেন।
মেডিকেল ভর্তি পরীক্ষার সকল আসন বিন্যাস, প্রশ্নের ধারা ও মানবন্টন দেখে নিন এখান থেকে
ভর্তি পরীক্ষা প্রস্তুতির জন্য ইশিখন আয়োজন করেছে পরীক্ষায় আসা হুবহু প্রশ্নের মডেল টেস্ট, বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর, ভুল সংশোধন করে প্রস্তুতি নিন।