📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

ইশিখন.কম এ শিক্ষক নিয়োগ চলছে, এখনি আবেদন করুন

জরুরী ভিত্তিতে শিক্ষক আবশ্যক

জেএসসি, এসএসসি (ssc) বা মাধ্যমিকি, এইচএসসি(HSC) বা উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর জন্য স্বনামধন্য অনলাইন টিচিং শিক্ষা পোর্টাল ইশিখন.কম এ শিক্ষক নিয়োগ এর জন্য জরুরী ভিত্তিতে ৬০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

শিক্ষকদের দায়িত্ব: আমাদের রয়েছে সারাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দকে অনলাইনে শিক্ষা দিতে হবে। এজন্য শিক্ষকবৃন্দকে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং ইশিখন.কম এর পক্ষ থেকে ডিজিটাল ইশি-প্যাড।(ইলেক্ট্রিক খাতা-কলম) প্রদান করা হবে। এর মাধ্যমে শিক্ষকগণ খাতা কলমের মতই লিখতে পারবেন।

যোগ্যতা: আপনি যে বিষয়/সাবজেক্ট শেখাতে আগ্রহী, উক্ত বিষয়ের উপর কোন কোচিং সেন্টার কিংবা টিউশনিতে সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে এবং একটি ইন্টারনেট সংযুক্ত একটি ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটার প্রয়োজন। বাকি যেটি যা করণীয় (প্রশিক্ষণ) এবং যে যে সফ্টওয়্যার ও হার্ডওয়্যার দরকার তা আমরা সরবরাহ করবো।বিষয়ের উপর ও দক্ষতার উপর ভিত্তি করে ক্লাস/লেকচার প্রতি ৩০০ থেকে ১০০০ টাকা। প্রতিটি লেকচার ৪৫ মিনিট।

আবেদন ও যোগাযোগ:  প্রথমে আপনাকে আমাদের অনলাইনে আবেদন করতে হবে। সেখান থেকে আপনাকে ইশিখন.কম অফিসে ইন্টারভিউ এর জন্য ডাকা

অনলাইনে আবেদন: ../apply-teacher/

আরো জানতে: www.facebook.com/eshikhon/

মোবাইল: 01948 858 258, ঠিকানা: Suite # A 06, House # 839. Road No # 3 Baitul Aman Housing. Adabor, Dhaka — 1207.

 

   
   

0 responses on "ইশিখন.কম এ শিক্ষক নিয়োগ চলছে, এখনি আবেদন করুন"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved