ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2284
22831. শিক্ষার্থী তার শিক্ষক থেকে কীসের উত্তরাধিকারী হয়?
- সম্পদের
- জ্ঞানের
- চাকরির
- অর্থের
22832. মানুষের প্রতি হক বা অধিকারকে প্রথমত কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে?
- ছয়টি
- সাতটি
- আটটি
- চারটি
22833. সম্পদের পুঞ্জীভূতকরণ রোধ করা যায় কিসের মাধ্যমে?
- সাওম
- সালাত
- দান
- যাকাত
22834. আল্লাহর নির্দেশিত পথে মুসলমানদের সকল কার্যই কীসের শামিল?
- জিহাদের
- সংগ্রামের
- ইবাদতের
- উত্তম আখলাকের
22835. আল্লাহর হক আদায় করাার ক্ষেত্রে ব্যবহারিক জীবনে তোমার করণীয় হলো-
- নিয়মিত সালাত আদায় করা
- সামগ্রিক জীবনে আল্লাহর সার্বভৌমত্ব ও কর্তৃত্ব স্বীকার করা
- নিকটাত্মীয়ের হক পালন করা
A,B
22836. ছাত্র-শিক্ষক সম্পর্ক কিরূপ সম্পর্ক?
- রক্তের সম্পর্ক
- আত্মার সম্পর্ক
- বন্ধুত্বের সম্পর্ক
- আত্মীয়ের সম্পর্ক
22837. মুযদালিফায় পড়বে-
- মাগরিব
- এসা
- যোহর ও আসর
A,B
22838. জিহাদে আকবর কী?
- কুপ্রবুত্তিকে দমন করা
- দেশ রক্ষার সংগ্রাম
- শত্রু হত্যা
- স্বাধীনতার সংগ্রাম
22839. যাদের ওপর যাকাত ফরয তারা যাকাত না দিলে কী হবে?
- বেহেশতে যাবে
- মৃত্যুবরন করবে
- পরকালে তাদের শাস্তি হবে
- পরকালে অমরত্ব লাভ করবে
22840. কোনটি ইসলামের শারীরিক ও আর্থিক ইবাদত?
- সালাত
- হজ
- সাওম
- যাকাত
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2284"