ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2282
22811. ইসলামি শিক্ষার দ্বিতীয় উৎস কী?
- কুরআন শরীফ
- বুখারি শরীফ
- হাদিস শরীফ
- ইজমা
22812. “রাসুল (স) তোমাদের জন্য যেটি নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ কর। আর যেটি থেকে তোমাদের নিষেধ করেছেন তা তোমরা বর্জন কর।”-কোন সূরার আয়াত?
- আল ইমান
- আল-বাকারা
- সূরা হাশর
- সূরা জূমা
22813. জিহাদের মৌলিক বৈশিষ্ট্য হলো-
- জিহাদ
- সন্ত্রাসবাদ
- গণতন্ত্র
- সমাজতন্ত্র
22814. জিহাদের নামে যারা অকারণে সাধারণ লোক হত্যা করে, তারা ইসলামের কী?
- সত্যিকারের সেবক
- সত্যিকারের অনুসারী
- সত্যিকারের দুশমন
- ইসলামের সেবক
22815. ইসলামের দৃষ্টিতে নারীকে কীভাবে কাজ করতে হবে?
- শুধু ঘরের মধ্যে আবদ্ধ থেকে
- শালীনতা বজায় রেখে
- অবাধ মেলামেশা করে
- আন্তরিকতার সাথে
22816. মানুষের চরম শত্রু-
- ইবলিস
- কুপ্রবৃত্তি
- অবাধ্য জীবন
A,B
22817. কারা আল্লাহর পথে যুদ্ধ করে?
- ন্যায়পরায়ণগণ
- সত্যবাদিগণ
- পুণ্যবানগণ
- ইমানদারগণ
22818. শিল্প প্রতিষ্ঠানে ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বিদ্যমান থাকলে তার পরিনতি হতে পারে-
- মালিক-শ্রমিক সহযোগিতা বৃদ্ধি পেতে পারে
- লভ্যাংশ হ্রাস হতে পারে
- আন্তরিকতাপূর্ণ পরিবেশ তৈরি হতে পারে
A,C
22819. মানুষের প্রতি মানুষের অধিকারকে প্রথমত কয়টি পর্যায়ে ভাগ করা হয়েছে?
- ৫টি
- ৭টি
- ৮টি
- ৩টি
22820. একজন অধীনস্থ কর্মচারীকে দৈনিক কতবার ক্ষমা করা যেতে পারে?
- ষাট
- সত্তর
- আশি
- নব্বই
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2282"