ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2295
22941. ‘জিহাদ’ শব্দের অাভিধানিক অর্থ কী?
- যুদ্ধ করা
- আক্রমণ করা
- প্রতিশোধ গ্রহণ করা
- কঠোর পরিশ্রম করা
22942. “সাওম আমারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব।”- একথা কোথায় বলা হয়েছে?
- কুরআন মজিদে
- হাদিসে কুদসীতে
- তানজীমুল আশতাত কিতাবে
- শরহে বিকায়া কিতাবে
22943. “ইন্নামা বুয়েছতু মুয়াল্লেমান” – এর অর্থ কী?
- আমি শিক্ষক হিসেবে এসেছি
- আমি শিক্ষক
- শিক্ষকতা আমার কাজ
- আমাকে শিক্ষক হিসাবে প্রেরণ করা হয়েছে
22944. ইসলামের মূল বিষয় কয়টি?
- তিনটি
- চারটি
- পাঁচটি
- সাতটি
22945. ‘যাতে সম্পদ শুধু তোমাদের অর্থশালীদের হাতেই পুঞ্জীভূত না হয়।’ অত্র আয়াত কোন এটি নির্দেশ করে?
- হজ করা
- দান করা
- যাকাত আদায়
- সাহায্য করা
22946. পৃথিবীর আদর্শ শিক্ষক কে?
- ড. মুহাম্মদ ইউনুস
- হযরত মুহাম্মদ (স)
- আল্লামা ইকবাল
- শেখ সাদী
22947. “আল্লাহর উদ্দেশ্যে বায়তুল্লাহ শরীফে হজ পালন করা অবশ্য কর্তব্য”-কোন সূরার অন্তর্গত?
- সূরা আল -ইমরান
- সূরা আল-হজ্জ
- সূরা আন -নাহল
- সূরা আল-বাকারা
22948. সালাত ইমান ও কুফরের মধ্যে –
- সমন্বয়কারী
- পার্থক্যকারী
- সহযোগিতাকারী
- দ্বন্দ সৃষ্টিকারী
22949. আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন তার ইবদতের জন্য। আর অন্যসব জীবকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। সুতরাং মানুষের করণীয়-
- আল্লাহর হুকুম পালন করা
- আল্লাহর খিলাফতের দায়িত্ব পালন করা
- নিছক উপাসনা
A,B
22950. দৈনিক কতবার সালাত ফরয করা হয়েছে?
- দুই
- তিন
- চার
- পাঁচ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2295"