ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2292
22911. আত্মসমর্পণের জন্য কী প্রয়োজন?
- সম্পদ
- জ্ঞান
- কর্তৃত্ব
- শক্তি
22912. হজ কাদের ওপর ফরয?
- ধনী মুসলমান
- গরিব মুসলমান
- সকল ধর্মের লোক
- নারী জাতি
22913. কেমন ইবাদত আল্লাহ কবুল করবেন?
- জাঁকজমকপূর্ণ
- একনিষ্ঠ
- অশুদ্ধ
- ব্যয়বহুল
22914. “নৈতিকতার বিচারে যে লোকটি উত্তম, মুমিনদের মধ্যে সেই পূর্ণ ইমানের অধিকারী”।-কোন গ্রন্থের হাদিস?
- বুখারি
- মুসলিম
- তিরমিযি
- বায়হাকি
22915. রশিদ আহমেদ গত বছর মক্কা শরিফে হজ করে এসেছেন। এজন্য তাকে বলা হবে-
- কাজি
- হাজি
- পরহেজগার
- আলেম
22916. রাসুল (স) এর হাদিস অনুযায়ী এক মুসলিমের উপর অন্য মুসলিমের কয়টি অধিকার রয়েছে?
- চারটি
- পাঁচটি
- ছয়টি
- সাতটি
22917. নির্দিষ্ট দিনসমূহে পবিত্র কা’বা ও নির্ধারিত কয়েকটি স্থানে আল্লাহ ও রাসুলের নির্দেশিত অনুষ্ঠান পালন করাকে বলা হয় –
- উমরাহ
- হজ
- তাওয়াফ
- যিয়ারত
22918. যাকাত প্রদানে অস্বীকারকারীকে কী বলে?
- মুনাফিক
- মুরতাদ
- মুশরিক
- কাফির
22919. সালাতের উপকারিতা-
- ইমান মজবুত করে
- অশ্লীল কাজ থেকে বিরত রাখে
- আর্থিক উন্নতি আনয়ন করে
A,B
22920. কী করলে আমরা দুনিয়া ও আখিরাতে শান্তি পাব?
- সমাজসেবা করলে
- পারিবারিক ও সামাজিক সম্পর্ক ছিন্ন করে ইবাদত করলে
- বৈরাগ্যবাদ গ্রহণ করলে
- আল্লাহ ও তাঁর রাসুলের নির্দেশিত পথে দায়িত্ব ও কর্তব্য পালন করলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2292"