ইবাদত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2285
22841. “মাকবুল হজের বিনিময় জান্নাত ছাড়া কিছূ নেই।” কার বানী?
- আল্লাহ তায়ালার
- হযরত মুহাম্মদ (স)-এর
- আবু বকর (রা)-এর
- আবু হানিফা (রা)-এর
22842. “তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে আল্লাহ তাঁদের মর্যাদা সমুন্নত করবেন।” -কোন সূরায় বর্ণিত আছে?
- আল-আলাক
- মুজাদালা
- তাওবা
- আল-আনআম
22843. জিহাদ বলতে বোঝায় –
- সন্ত্রাসবাদ লালন করা
- জঙ্গিবাদের প্রশিক্ষণ দান করা
- সমাজ ও রাষ্ট্রে আতংক সৃষ্টি করা
- আল্লাহর দীন কায়েমের চেষ্টা করা
22844. “আপনি তাদের ধনসম্পদ থেকে সাদকা গ্রহণ কর” এ আয়াতে কিসের কথা বলা হয়েছে?
- সালাত
- ইমান
- দান
- যাকাত
22845. ইবাদত হলো-
- আল্লাহর জন্য নামায আদায় করা
- আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করা
- আল্লাহর আদেশ নিষেধ মেনে চলা
A,B,C
22846. হাজিগণ মাগরিব ও এশার সালাত একত্রে কোথায় আদায় করেন?
- আরাফাতে
- জাবালে নূর-এ
- মিনায়
- মুযদালিফায়
22847. অপবিত্র কাপড় পরিহিত অবস্থায় সালাত আদায়-
- মাকরুহ
- মুবাহ
- কবুল
- বাতিল
22848. মালিকে নিসাব মুসলমানদের ধনসম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহর নির্ধারিত খাতসমূহে প্রদান করাকে কী বলা হয়?
- যাকাত
- খারাজ
- জিযিয়া
- উশর
22849. কোনটি মানুষের মনের ময়লা পরিষ্কার করে?
- সালাত
- জিহাদ
- হজ
- যাকাত
22850. * তামিম মিয়া রিকশা ভাড়া নির্ধারণ না করেই রিকশায় ওঠেন। নির্ধারিত স্থানে গিয়ে সঠিক ভাড়া দিতে চাইলে রিকশাওয়ালা অতিরিক্ত ভাড়া দাবি করে। এতে উভয়ের মধ্যে ঝগড়া লেগে যায়। এরপর সে ভাড়া না দিয়েই চলে যায়।
- হাক্কুল ইবাদ নষ্ট করা
- অমানবিক কাজ
- জুলুম করা
- সমালোচিত কাজ
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "ইবাদত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2285"