আলোর-প্রতিসরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2578
এসএসসি-পদার্থ বিজ্ঞান-মডেল টেস্ট | 25771. আপতন কোণটি যদি ক্রান্তি কোণের চেয়ে বড় হয় তাহলে কী ঘটবে?
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিসরণ
- পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন
- প্রতিসরণ
- প্রতিফলন
25772. চোখ সকল বর্ণকে ধারণ করে-
- নীল বর্ণে
- লাল বর্ণে
- সবুজ বর্ণে
A,B,C
25773. উত্তল লেন্সের বক্রতার কেন্দ্র কয়টি?
- ১টি
- ২টি
- ৩টি
- ৪টি
25774. কোন ক্রটিগ্রস্থ চোখের নিকটবিন্দু 25cm এর চেয়ে কম হয়?
- হাইপারমেট্টোপিয়া
- মাইওপিয়া
- নকুলান্ধকতা
- বিষমদৃষ্টি
25775. চক্ষু লেন্স কি দয়ে তৈরী?
- জৈব পদার্থ
- অজৈব পদার্থ
- রাসায়নিক পদার্থ
- কাঁচ
25776. প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
- আলোক তরঙ্গের কম্পাঙ্কের ওপর
- তরঙ্গ দৈর্ঘ্যের ওপর
- মাধ্যমের আলোকীয় ঘনত্বের ওপর
A,B,C
25777. লক্ষ্যবস্তুকে উত্তল লেন্সের প্রধান ফোকাসে স্থাপন করলে গঠিত প্রতিবিম্বের অবস্থান কোথায় হবে?
- অসীম দূরত্বে
- 2f দূরত্বে
- f ও 2fএর মধ্যে
- প্রধান ফোকাসে
25778. একটি উত্তল লেন্সের প্রধান ফোকাসে একটি লক্ষ্যবস্তুর অবস্থিত হলে তার প্রতিবিম্ব হবে-
- বাস্তব ও উল্টো
- অবাস্তব ও সোজা
- অত্যন্ত বিবর্ধিত
A,B,C
25779. হালকা মাধ্যম যদি বায়ু হয় এবং মন মাধ্যমের প্রতিসরণাঙ্ক n ও ক্রান্তি কোণ θc হয় তবে নিচের কোন সম্পর্কটি সঠিক?
- n=sinθc
- sinθc=1/n
- n=1/tanθc
- n=θc
25780. ২৯৬. দীর্ঘদৃষ্টি সম্পন্ন ব্যক্তির-
- চোখের নিকট বিন্দু দূরত্ব 25cm
- চোখের দূরত্ব বিন্দু দূরত্ব অসীম
- চোখের নিকট বিন্দুর দূরত্ব 25cm হতে একটু সামনে
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "এসএসসি-পদার্থ বিজ্ঞান-মডেল টেস্ট- 2578"