আলোর-প্রতিসরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2577
25761. স্নেলের সূত্রের সঠিক রূপ কোনটি?
- sin r/sin 1
- sin i/sin r
- p=1/f
- sinθc/r
25762. লেন্সের ক্ষমতা সম্পর্কিত তথ্য হলো-
- লেন্সের ফোকাস দূরত্বের বিপরীত সংখ্যাই হলো এর ক্ষমতা
- উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক বলে এর ক্ষমতাও ধনাত্মক হয়
- এটির একক ডায়াপ্টার
A,B,C
25763. কোনো লেন্সের ক্ষমতা+2d হলে, তার ফোকাস দূরত্ব কত?
- 1/2cm
- 2cm
- 4m
- 1/2m
25764. মানবদেহের ভিতরের কোনো অংশ দেখার জন্যে কী ব্যবহৃত হয়?
- কম্পিউটার
- পেরিস্কোপ
- স্টোথোস্কোপ
- অপটিক্যাল ফাইবার
25765. আমাদের চোখের মনির পেছনের কোন লেন্সকে চক্ষু লেন্স বলা হয়?
- উত্তল লেন্স
- অবতল লেন্স
- সমতলাবতল লেন্স
- অবতলোত্তল লেন্স
25766. আলোক রশ্মি ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রতিসৃত হওয়ার সময় আপতন কোণ সংকট কোণ অপেক্ষা বড় হলে কোনটি প্রযোজ্য?
- স্নেলের সূত্র
- N=1/sinθc
- 1=r
- প্রতিসরণের দ্বিতীয় সূত্র
25767. মাছটির প্রকৃত অবস্থানে না থাকার কারণ-
- হালকা মাধ্যম থেকে আলোর ঘন মাধ্যমে প্রবেশ
- আলোর ঘন মাধ্যম হতে হালকা মাধ্যমে প্রবেশ
- আপতন কোণ<প্রতিসরণ কোণ
B,C
25768. যেকোনো দূরত্বের বস্তু দেখার জন্য চোখের লেন্সের ফোকাস দূরত্ব নিয়ন্ত্রণ করার ক্ষমতাকে কী বলে?
- উপযোজন ক্ষমতা
- লেন্সের ক্ষমতা
- অভিসারী ক্ষমতা
- অপসারী ক্ষমতা
25769. প্রতিসরণাঙ্ক নির্ভর করে-
- মাধ্যমের প্রকৃতির উপর
- আলোর বর্ণের উপর
- আপতন কোণের উপর
A,B
25770. আলোক কেন্দ্র থেকে প্রধান ফোকাস পর্যন্ত দূরত্বকে বলা হয়-
- প্রধান অক্ষ
- গৌণ ফোকাস
- বক্রতার ব্যাসার্ধ
- ফোকাস দূরত্ব
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিসরণ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2577"