আলোর-প্রতিসরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2572
25711. প্রতিসরাঙ্কের মাত্রা বিভিন্ন হয়-
- বিভিন্ন বর্ণের জন্য
- বিভিন্ন আলোক রশ্মির জন্য
- বিভিন্ন রঙের জন্য
- বিভিন্ন মাধ্যমের জন্য
25712. কোন লেন্সের মধ্যভাগ পুরু ও প্রান্তভাগ পাতলা?
- ক্ষীণ মধ্য লেন্স
- অবতল লেন্স
- উত্তল লেন্স
- অপসারী লেন্স
25713. চক্ষুলেন্স কী দ্বারা তৈরি?
- স্বচ্ছ অজৈব পদার্থ
- অস্বচ্ছ জৈব পদার্থ
- স্বচ্ছ জৈব পদার্থ
- অস্বচ্ছ অজৈব পদার্থ
25714. বায়ু (a) থেকে হীরক (b) আলোর প্রতিসরণকালে আপতন কোণের মান x0 হলে প্রতিসরণ কোণের মান 200 হয়। এক্ষেত্রে and=2.42 হলে-
- x=55.860
- প্রতিসরণ কোণের মান বাড়ালে x এর মান বৃদ্ধি পায়
- x এর মান হীরকের ক্রান্তি কোণের সমান
A,B
25715. আইরিস সম্পর্কিত সঠিক বাক্য হল-
- আইরিসের জন্য মানুষের চোখের রং বিভিন্ন হয়
- আইরিস চোখের লেন্সের উপর আপতিত আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করে
- আইরিস কর্নিয়ার পেছনে অবস্থিত অস্বচ্ছ পর্দা
A,B,C
25716. পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক wna=0.75। পানিতে আলোর বেগ Cw এবং বায়ুতে আলোর বেগ Ca হলে সঠিক ক্রম হলো-
- Cwa
- Cw>Ca
- wna
A,C
25717. ক্রান্তি কোণের ক্ষেত্রে অভিলম্ব ও বিভেদতলের মধ্যবর্তী কোণের মান কত হয়?
- 0
- 300
- 600
- 900
25718. কোনো লেন্সের অভিসারী বা অপসারী করার সামর্থ্যকে কী বলা হয়?
- ফোকাস
- মেরু
- ক্ষমতা
- অক্ষ
25719. রডের পার্থক্য বোঝাতে সাহায্য করে-
- রড কোষ
- কোণ কোষ
- চক্ষু লেন্স
- ভিট্টিয়াস হিউমার
25720. রেটিনা কোথায় অবস্থিত?
- কর্ণিয়ার সামনে
- অক্ষিগোলকের পেছনে
- চক্ষু লেন্সের পেছনে
- কৃষ্ণমন্ডলের সামনে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিসরণ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2572"