আলোর-প্রতিসরণ – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-9 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2571
25701. কোনো লেন্সের ফোকাস দূরত্ব f মিটার এবং ক্ষমতা P ডাইঅপ্টার হলে নিচের কোন সম্পর্কটি সঠিক?
- P=1/f
- P=f
- P=1/f2
- P=√f
25702. অপটিক্যাল ফাইবার ব্যবহার হয়-
- ডাটা ট্রান্সফার করতে
- যোগাযোগ ও ইন্টারনেট ব্যবস্থায়
- মহাকাশ গবেষণায়
25703. কোণ কয় ধরনের?
- দুই
- তিন
- চার
- পাঁচ
25704. অভিসারী লেন্সের মত কাজ করে-
- রেটিনা
- চোখের লেন্স
- অ্যাকুয়াস হিউমার ও ভিট্রিয়াস হিউমার
A,B,C
25705. বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরণাঙ্ক 4/3 হলে, পানির সাপেক্ষে বায়ুর প্রতিসরণাঙ্ক কত?
- 0.75
- 1.33
- 1.5
- 0.666
25706. লেন্সের কোন বিন্দু দিয়ে আপতিত রশ্মি প্রতিসরণের পর সোজাসুজি চলে যায়?
- ফোকাস বিন্দু
- আলোক কেন্দ্র
- বক্রতার কেন্দ্র
- প্রান্তবিন্দু
25707. মীনা 20cm দূরের বস্তু ও বিনা শ্রান্তিতে স্পষ্ট দেখতে পায়। এর কারণ কোনটি?
- তার অক্ষিগোলকের ব্যাসার্ধ কমেছে
- তার চোখের লেন্সের ফোকাস দূরত্ব বেড়েছে
- তার চোখের লেন্সের অভিসারী ক্ষমতা কমেছে
- তার চোখে লেন্সের ফোকাস দূরত্ব কমেছে
25708. +2d দ্বারা কোনটি বুঝায়?
- লেন্সটি অবতল
- লেন্সটির ফোকাস দূরত্ব 2 মিটার
- লেন্সটির ফোকাস দূরত্ব 5 সে.মি.
- লেন্সটির ফোকাস দূরত্ব 50 সে.মি.
25709. +5D ক্ষমতাসম্পন্ন লেন্সের ফোকাস দূরত্ব কত হবে?
- 0.2cm
- 0.2m
- 0.5m
- 5m
25710. (+2D) ক্ষমতাসম্পন্ন একটি লেন্সের ফোকাস দূরত্ব কত?
- 5m
- 50cm
- 1.0m
- 2.0m
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিসরণ - এসএসসি-পদার্থ বিজ্ঞান-9 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2571"