আলোর-প্রতিফলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2557
25561. 1.90m লম্বা একজন মানুষ নিজের পূর্ণ প্রতিবিম্ব দেখতে পাবে-
- 1.2m উঁচু দর্পণে
- 0.9m উঁচু দর্পণে
- 0.95m উঁচু দর্পণে
A,C
25562. ভাল সমতল দর্পণের বৈশিষ্ট্য-
- দর্পণের পুরুত্ব কম এবং সুষম হতে হবে
- দর্পণের পৃষ্ঠ সমতল হতে হবে
- দর্পণের কাচ বায়ু বুদবুদ শূন্য হবে
A,B,C
25563. কোনটির ক্ষেত্রে প্রতিফলক পৃষ্ঠের সবচেয়ে নিচু বিন্দুকে বলা হয় দর্পণের মেরু?
- উত্তল দর্পণ
- অবতল দর্পণ
- সমতল দর্পণ
- গোলীয় দর্পণ
25564. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
- 0.5m
- 0.05m
- 5m
- 50m
25565. নিচের কোনটি ডুবোজাহাজের পেরিস্কোপে ব্যবহার করা হয়?
- অবতল দর্পণ
- সমতল দর্পণ
- উত্তল দর্পণ
- প্রিজম
25566. মাহাবুব সাহেব তার চেম্বারে একটি যন্ত্রের মাধ্যমে রোগীর দাঁতের ক্ষত দেখেন যেটি তার চিকিৎসার জন্য সুবিধাজনক। ডাক্তারের ব্যবহৃত যন্ত্রের নাম কী?
- সমতল দর্পণ
- অবতল দর্পণ
- উত্তল দর্পণ
- প্রিজম
25567. মাহাবুব সাহেব তার চেম্বারে একটি যন্ত্রের মাধ্যমে রোগীর দাঁতের ক্ষত দেখেন যেটি তার চিকিৎসার জন্য সুবিধাজনক। দাঁতের ক্ষত কেমন দেখাচ্ছিল?
- বাস্তব ও বিবর্ধিত
- বাস্তব ও খর্বিত
- অবাস্তব ও খর্বিত
- অবাস্তব ও বিবর্ধিত
25568. নিচের কোনটি আলোর ধর্ম?
- আলোক এক প্রকার পদার্থ
- অসমসত্ত্ব মাধ্যম সরলপথে চলে
- আলোর প্রতিফলন ও প্রতিসরণ ঘটে না
- আলো এক ধরনের তাড়িতচৌম্বক তরঙ্গ
25569. গাড়ির লেন পরিবর্তন করার সময় ড্রাইভারকে কয়টি দর্পণে চোখ বুলিয়ে নিতে হবে?
- দুইটি
- তিনটি
- একটি
- চারটি
25570. কোন দর্পণে বাস্তব ও অবাস্তব উভয় প্রকার প্রতিবিম্ব গঠিত হয়?
- সমতল
- অবতল
- উত্তল
- সমতল-উত্তল
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিফলন - এসএসসি-পদার্থ বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2557"