আলোর-প্রতিফলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2569
25681. আলোকরশ্মি যে পৃষ্ঠ থেকে বাধা পেয়ে প্রথম মাধ্যমে ফিরে আসে তাকে কী বলে?
- প্রতিফলিত পর্দা
- প্রতিফলক পৃষ্ঠ
- সমতল পৃষ্ঠ
- উলম্ব তল
25682. পাহাড়ী রাস্তায় গাড়িচালনার জন্য অনেক সময় কত কোণে বাঁক নিতে হয়?
- 900
- 300
- 1800
- 2700
25683. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 হলে প্রতিবিম্বের দৈর্ঘ্য কত হবে?
- 0.5m
- 0.05m
- 5m
- 50m
25684. একটি লম্বা আয়তাকার কাঠ বা ধাতব নলের মধ্যে দুটি সমতল দর্পণকে-
- পরস্পরের সমান্তরালে রাখা হয়
- পরস্পরের সমান্তরালে রাখা হয় না
- নলের অক্ষের সাথে 450 কোণ করে রাখা হয়
A,C
25685. সমতল দর্পণ ব্যবহার করে তৈরি করা হয় কোন যন্ত্র?
- সানগ্লাস
- পেরিস্কোপ
- সৌরচুল্লী
- টর্চলাইট
25686. কোন স্টীমারের সার্চ লাইটে প্রতিফলক হিসেবে কোন দর্পণ ব্যবহার করা হয়?
- সমতল দর্পণ
- উত্তল দর্পণ
- অবতল দর্পণ
- গোলীয় দর্পণ
25687. আমরা সচরাচর যে দর্পণ বা আয়না ব্যবহার করে থাকি সেটি আসলে কী?
- অবতল দর্পণ
- সমতল দর্পণ
- উত্তল লেন্স
- উত্তল
25688. একটি সমতল দর্পণের সামনে স্থাপিত 10m দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব সম্পূর্ণরূপে দেখা গেলে বস্তুটির বিবর্ধন কত?
- অর্ধেক
- সমান
- দ্বিগুণ
- পাঁচগুণ
25689. সোজাসুজি দেখতে বাঁধা আছে এমন দূরের কোনো কিছু দেখতে কী ব্যবহার করা হয়?
- নভোবীক্ষণ যন্ত্র
- দূরবীক্ষণ যন্ত্র
- আতশী কাঁচ
- পেরিস্কোপ
25690. কোনটি আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে?
- শব্দ
- তাপ
- আলো
- তাপমাত্রা
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিফলন - এসএসসি-পদার্থ বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2569"