আলোর-প্রতিফলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2567
25661. নিরাপদে গাড়ি চালানোর জন্য গাড়ির হেডলাইটে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয়?
- উত্তল দর্পণ
- অবতল দর্পণ
- সমতল দর্পণ
- উত্তল ও অবতল দর্পণ
25662. একটি বস্তুর দৈর্ঘ্য 0.1m এবং গোলীয় দর্পনের রৈখিক বিবর্ধন 0.5 হলে বিম্বের দৈর্ঘ্য কত হবে?
- 0.5m
- 0.05m
- 5m
- 50m
25663. রৈখিক বিবর্ধনের মান এক এর চেয়ে বেশি হলে বিম্বটি-
- ছোট হবে
- বড় হবে
- খর্বিত হবে
- সমান হবে
25664. সরল পেরিস্কোপে দর্পণকে কত ডিগ্রী কোণ করে রাখতে হয়?
- 900
- 450
- 300
- 600
25665. অবতল দর্পণের প্রধান অক্ষের উপর কোথায় বস্তু রাখলে বিম্ব অসদ হয়?
- অসীমে
- প্রধান ফোকাসে
- বক্রতার কেন্দ্র ও প্রধান ফোকাসের মধ্যে
- মেরু ও প্রধান ফোকাসের মধ্যে
25666. আলোক বাধাপ্রাপ্ত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনা কোনটি?
- প্রতিসরণ
- প্রতিফলন
- অপবর্তন
- বিচ্ছুরণ
25667. একটি সমতল দর্পণকে ঘুরালে প্রতিফলিত রশ্মি 600 কোণে ঘুরে যায়। দর্পণকে কত কোণে ঘুরানো হয়েছে?
- 300
- 800
- 900
- 1200
25668. একটি অবতল দর্পণের একেবারে নিকটে একটি আঙ্গুল খাড়াভাবে স্থাপন করলে কী ঘটবে?
- বিম্ব লক্ষ্যবস্তুর সমান হবে
- বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে ছোট হবে
- সোজা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে
- উল্টা বিম্ব লক্ষ্যবস্তুর চেয়ে বড় হবে
25669. নিচের কোনটিতে সদবিম্ব গঠিত হতে পারে?
- উত্তল দর্পণে
- সমতল দর্পণে
- অবতল লেন্সে
- অবতল দর্পণ
25670. একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14cm হলে এর ফোকাস দূরত্ব কত?
- 7cm
- 14cm
- 0.7cm
- 1.4cm
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিফলন -এসএসসি-পদার্থ বিজ্ঞান-8"