আলোর-প্রতিফলন – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-8 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2564
25631. আপতিত রশ্মি দিক পরিবর্তন না করে যদি একটি সমতল দর্পণ 300 কোণে ঘুরানো হয়, তবে প্রতিফলিত রশ্মি কত কোণে ঘুরবে?
- 300
- 450
- 600
- 900
25632. প্রতিফলনের প্রথম সূত্র অনুসারে একই সমতলে থাকবে-
- আপতিত রশ্মি
- প্রতিফলিত রশ্মি
- প্রতিসরিত রশ্মি
A,B
25633. একটি উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সে.মি. হলে এর ফোকাস দূরত্ব কত?
- 14 সে.মি.
- 3.5 সে.মি.
- 7 সে.মি.
- 28 সে.মি.
25634. নাক, কান ও গলার ডাক্তার নিচের কোনটি দর্পণ ব্যবহার করেন-
- সমতল দর্পণ
- অবতল দর্পণ
- উত্তল দর্পণ
- ক ও খ
25635. লক্ষ্যবস্তুর অবস্থানের পরিবর্তন হলে প্রতিবিম্বের-
- অবস্থানের পরিবর্তন ঘটে
- আকৃতির পরিবর্তন ঘটে
- প্রকৃতির পরিবর্তন ঘটে
A,B,C
25636. অবতল দর্পণ ব্যবহার করা হয়-
- নভোদূরবীক্ষণ যন্ত্রে
- রাস্তার লাইটে
- স্টিমারের সার্চ লাইটে
A,C
25637. পাহাড়ি রাস্তার বাঁকে কোন দর্পণ ব্যবহৃত হয়?
- সমতল
- উত্তল
- গোলীয়
- অবতল
25638. অবতল দর্পণ ব্যবহৃত হয়-
- লঞ্চের সার্চলাইটে গতিপথ নির্ধারণে
- রাডার সংকেত সংগ্রহ
- সরল পেরিস্কোপ তৈরিতে
A,B
25639. লক্ষ্যবস্তু বক্রতার কেন্দ্রে থাকলে প্রতিবিম্বের অবস্থান হবে-
- অসীমে
- প্রধান ফোকাসে
- বক্রতার কেন্দ্রে
- দর্পণের পিছনে
25640. কোনটি দীপ্তিহীন বস্তু-
- বাল্ব
- তারা
- ছবি
- সূর্য
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আলোর-প্রতিফলন - এসএসসি-পদার্থ বিজ্ঞান-8 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2564"