আমার-শিক্ষায়-ইন্টারনেট – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-3 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2163
21621. কোনটি ভিডিও শেয়ারিং সাইট?
- গুগল
- ইউটিউব
- ই-কমার্স
- ই-বুক
21622. কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল কনটেন্ট সম্প্রচারিত হতে পারে-
- ডিজিটাল পদ্ধতিতে
- এনালগ পদ্ধতিতে
- ফাইল আকারে
A,C
21623. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ কোনটি?
- কম্পিউটার
- টেলিভিশন
- ইন্টারনেট
- স্মার্টফোন
21624. কার্টুন ক?
- ছিবি
- এনিমেশন
- ব্লগ
- ভিডিও
21625. যে ই-বইগুলো কেবল ইন্টানেটে পড়া যায় সেগুলো কোন ফরম্যাটে প্রকাশিত হয়?
- পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট
- পোর্টেবল ডিভাইস ফরম্যাট
- এইচটিএমএল ফরম্যাট
- পিডিএফ ফরম্যাট
21626. ভবিষ্যতে চাকরির ক্ষেত্রে যেসকল দক্ষতা প্রেয়োজন হবে তা হলো-
- অফিস সফটওয়্যারের ব্যবহার
- ইন্টারনেটের ব্যবহার
- ই-মেইলের ব্যবহার
A,B,C
21627. ই-লার্নিংয়ের ব্যবহৃত ডিভাইস-
- সিডি রম
- ব্যক্তিগত নেটওয়ার্ক
- ইন্টারনেট
A,B,C
21628. ইনফো-গ্রাফিক্স কী?
- কার্টুন
- ছবি
- ই-মেইল
- এনিমেশন
21629. তথ্য প্রযুক্তির উপকরণ কোনটি?
- কল সেন্টার
- ডিভিডি ড্রাইভ
- এন্টিভাইরাস
- ই-কমার্স
21630. তথ্য প্রযুক্তির অন্তর্ভূক্ত বিভিন্ন উপকরণ হলো-
- মনিটর
- কল সেন্টার
- ইন্টারনেট
B,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আমার-শিক্ষায়-ইন্টারনেট - এসএসসি-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-3 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2163"