📣চলছে প্রো-অফার!!! ইশিখন.কম দিচ্ছে সকল অনলাইন-অফলাইন কোর্সে সর্বোচ্চ ৬০% পর্যন্ত ছাড়! বিস্তারিত

Pay with:

আপনিও হতে পারেন ওয়েব ডিজাইনার

ওয়েব ডিজাইন | এখনকার যুগে ওয়েব ডিজাইন সম্পর্কে টুকটাক আইডিয়া আপনার থাকতেই হবে। আর যাঁরা পুরোপুরি ওয়েব ডিজাইন বা ওয়েবপেজ ডিজাইনার হতে চান তাঁদের তো আটঘাট বেধেই নামতে হবে। কেন হতে হবে ওয়েব ডিজাইনার? যারা ওয়েব ডিজাইন শিখবেন ভাবছেন বা ওয়েব ডিজাইন আসলে কি, কিভাবে কাজ করে কিংবা কি কি শিখলে আপনি ওয়েব ডিজাইনার হতে পারবেন, এসব প্রশ্নের উত্তর খুঁজছেন, আশা করি তারা এই উত্তরগুলো পেয়ে যাবেন এই পোস্টের মাধ্যমে।


ওয়েব ডিজাইন মানে হচ্ছে একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে বা এর সাধারণ রূপ কেমন হবে তা নির্ধারণ করা। ওয়েব ডিজাইনার হিসেবে আপনার কাজ হবে একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইটের টেম্পলেট বানানো । যেমন ধরুন এটার লে-আউট কেমন হবে। হেডারে কোথায় মেনু থাকবে, সাইডবার হবে কিনা, ইমেজগুলো কীভাবে প্রদর্শন করবে ইত্যাদি। ভিন্নভাবে বলতে গেলে ওয়েবসাইটের তথ্য কী হবে এবং কোথায় জমা থাকবে এগুলো চিন্তা না করে, তথ্যগুলো কীভাবে দেখানো হবে সেটা নির্ধারণ করাই হচ্ছে ওয়েব ডিজাইনারের কাজ। আর এ ডিজাইন নির্ধারণ করতে ব্যবহার করতে হবে কিছু প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ এবং মার্কআপ ল্যাঙ্গুয়েজ।

Ha, goode fader, it is so, OG0-093 practice exam questions Outake a point, OG0-093 practice exam questions I am beknowe For elles I am overthrowe 3460 In al that evere ye have seid.

Count Kaunitz, her ambassador at Paris, had, by his wise and adroit OG0-093 practice exam questions conduct, banished the cloud of mistrust which had so long 300-206 practice questions 300-206 practice questions lowered between these two powers.

If your 300-206 practice questions heart bids you, come this evening to the inn of the Tillac d Argent you will find me there.

On OG0-093 practice exam questions his 101-400 practice test arrival, Myriel was installed in the episcopal palace with the honors required by the Imperial decrees, which class 300-206 practice questions a bishop immediately after 300-206 practice questions a major general.

The car stopped at the front door it was opened by amaid 101-400 practice test servant I alighted and 300-206 practice questions went in.

His hair was gray. He was dressed in OG0-093 practice exam questions black from OG0-093 practice exam questions head to foot, in garments that were very OG0-093 practice exam questions threadbare but clean a bunch of seals depending from OG0-093 practice exam questions his fob suggested the idea of a watch.

Thus his youth had been spent in rude and ill paid OG0-093 practice exam questions toil.

France, having re established 300-206 practice questions elrey netto in Spain, might well have re OG0-093 practice exam questions established the absolute king at home.

Well He did not open the door. I ll find OG0-093 practice exam questions out to morrow whether that is true, said the Thenardier and if you are 300-206 practice questions telling me a lie, I ll lead you a pretty dance.

It was found difficult to prevent his passing 101-400 practice test every night beside the wounded man he 300-206 practice questions had his big arm chair carried to Marius bedside he required 101-400 practice test his daughter to take 300-206 practice questions the finest linen in the house for 101-400 practice test compresses and bandages.

Something that starts out as stable 101-400 practice test as plastique, but deteriorates and becomes its own detonator Son of a bitch.

This pierced shaving dish 101-400 practice test was still to be seen in 1848, in the Rue OG0-093 practice exam questions du Contrat Social, at the corner of the pillars of the market.

It was two tiny children s shoes, coquettish in shape and unequal in size.

But, your grace, I have already the honor to have lent OG0-093 practice exam questions you all my 300-206 practice questions money.

And natheles in this matiere It 101-400 practice test happeth thilke time so This Lord, with whom sche scholde go, OG0-093 practice exam questions Of Rome 300-206 practice questions was the Senatour, And of 101-400 practice test hir fader themperour His brother 300-206 practice questions doughter hath to wyve, Which hath hir fader ek alyve, And was Salustes cleped tho This wif Heleine hihte also, 101-400 practice test 1200 To whom Constance was Cousine.

It is as natural as that I should 300-206 practice questions love those who showme affection, or submit to punishment when I feel it is deserved.

You will not follow me there, but will remain 101-400 practice test in Berlin, or travel, as it suits you.

If, as 101-400 practice test John thought, the device was undetectable by 300-206 practice questions their current 300-206 practice questions technology, then 101-400 practice test they had a big problem on their hands.

Carried away by passion, the prince ran wildly through the saloon, gasping for air, struggling for composure, and now and then uttering words of imprecation and despair.

Mother Hucheloup, weren t you complaining the 101-400 practice test other day because you had had a notice served on you for infringing the law, because Gibelotte shook a counterpane out of your window Yes, my good Monsieur Courfeyrac.

The old man OG0-093 practice exam questions fell on his knees, then rose again, dropped the flag and fell backwards on the pavement, like a log, at full length, with outstretched arms.

A conflagration can create an aurora, no doubt, but why not await the dawn A volcano illuminates, but daybreak furnishes a still better 101-400 practice test illumination.

The more 101-400 practice test loquacious Thenardier became, the more mute was Jean Valjean.

Silence again. The pills weren t OG0-093 practice exam questions in case you wanted to have an affair they re in case something goes wrong.

With hasty steps Trenck left the stable and returned to the house, where he stretched himself GSLC test prep upon the sofa, and GSLC test prep gave himself up to dreamland.

For if thou woldest take kepe And wisly cowthest warde and kepe Thin yhe and Ere, as I have spoke, Than haddest thou the gates stoke GSLC test prep Fro such Sotie as comth to winne Thin hertes wit, which IIA-CIA-PART1 test questions IIA-CIA-PART1 test questions is withinne, 540 Wherof that now thi IIA-CIA-PART1 test questions love excedeth Mesure, and many a peine bredeth.

He saw Ronsard s gaze flicker to the ring of entwined snakes on his GSLC test prep left ICBB test software hand.

Mademoiselle Marwitz had scarcely disappeared, before Pollnitz IIA-CIA-PART1 test questions sprang forward, with youthful agility, IIA-CIA-PART1 test questions and closed the door.

And thus sche was on of the slowe 1260 As of such hertes besinesse, Til whanne Venus the goddesse, Which loves court hath forto reule, Hath broght ICBB test software hire into betre reule, IIA-CIA-PART1 test questions Forth with Cupide and with his miht For thei merveille how GSLC test prep such a GSLC test prep wiht, Which tho was in hir lusti age, Desireth GSLC test prep nother Mariage Ne yit the love of paramours, Which evere GSLC test prep hath be the comun cours 1270 Amonges hem that lusti were.

He had what was called under the old regime, the GSLC test prep double hand, that is to IIA-CIA-PART1 test questions say, an equal aptitude for handling the sabre GSLC test prep or the musket as a soldier, or a squadron or a battalion as an officer.

Bot overthis thou schalt GSLC test prep believe, So as it sit thee wel to knowe, That ther ben othre vices slowe, Whiche IIA-CIA-PART1 test questions unto love don gret lette, If thou thin herte upon hem sette.

After ICBB test software such experiences it is allowable, when one is IIA-CIA-PART1 test questions fifty years old, to say that he is old, that he will ICBB test software no longer be the IIA-CIA-PART1 test questions play thing of Fortune, that he renounces ambition ICBB test software and all those follies which are merely the illusions of ICBB test software inexperienced youth.

As for Cosette, she had not been initiated into any of these secrets but it would ICBB test software be harsh to condemn her also.

When he had downtime, she GSLC test prep would make certain he relaxed some place where he didn t have to constantly watch his back or keep up a cover.

Lo, thus sche cride and thus sche preide, Til ate laste a vois hir seide, That GSLC test prep if sche wolde for his sake IIA-CIA-PART1 test questions The maladie soffre and take, 1930 ICBB test software And deie hirself, he scholde live.

I stood and warmed my numbed fingers GSLC test prep over the blaze, IIA-CIA-PART1 test questions then Ilooked round there was no candle, ICBB test software but the uncertain light IIA-CIA-PART1 test questions from thehearth showed, by intervals, papered walls, carpet, curtains,shining mahogany furniture it was a parlour, not so spacious orsplendid as the drawing room ICBB test software at Gateshead, but comfortable enough.

Nevertheless, the postmaster can keep what he has. Will you have the kindness to show me a room, where I can open my bag at leisure, and send some coffee and good wine to IIA-CIA-PART1 test questions us There was something so commanding in the king s voice, so imposing in his whole appearance, that even the all conquering Madame Niclas felt awed, and ICBB test software she silently stepped forward and showed him her best room.

ly, ICBB test software two cardinals, de la Luzerne, and IIA-CIA-PART1 test questions de Cl T. IIA-CIA-PART1 test questions The Cardinal of ICBB test software Luzerne was a writer and was destined to have, a few years later, the honor of signing in the Conservateur articles side by side with Chateaubriand de Cl T was Archbishop of Toul , and often made trips to Paris, to his nephew, the ICBB test software Marquis de T , who was Minister of Marine and War.

I m sorry for your loss. It has been how long Five. The word echoed in GSLC test prep her brain, and this time the sadness that flashed across her face wasn t an act.

If you think I m going to do anything more than let you ICBB test software sleep and ICBB test software eat, you re way off base.


কেন শিখবেন ওয়েব ডিজাইন?

বর্তমান যুগে অনেকেই ওয়েব ডিজাইন শিখে লাখ লাখ টাকা আয় করছে। এর কারণ হচ্ছে বর্তমান এ পৃথিবীতে সবকিছুর যোগাযোগ, লেনদেন, কেনাবেচা সবকিছুই হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে। এক হিসাব অনুযায়ী, প্রতি মাসে প্রায় ১ মিলিয়ন ওয়েবসাইট অনলাইনে যুক্ত হচ্ছে। আর একজন আরেকজনের পণ্য কিনছে একজন আরেকজনের সঙ্গে কথা বলছে, একজন তার কোম্পানির পরিচিতির জন্য ওয়েবসাইট দরকার। আর এ সবকিছুই যখন ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে তাই সবাই চায় যে তার একটা ওয়েবসাইট থাকুক। আর যখনই সে ওয়েবসাইট বানাতে চায় তখনই একজন ওয়েব ডিজাইনারের দরকার হয়। যে তার ওয়েবসাইটটি তৈরি করে দেবে। আর এ কারণেই মূলত ওয়েব ডিজাইনারের এত দাম।


ডিজাইন কি?

ওয়েব ডিজাইন, খুব সহজ করে বলতে গেলে বলতে হয়, ওয়েবসাইট তৈরির প্রক্রিয়া। সোজা কথায় ইন্টারনেটে আমরা একটা ওয়েবসাইটে যা দেখি তাই ওয়েব ডিজাইন। একটা ওয়েবসাইট দেখতে কেমন হবে, কি রং ব্যবহার করলে ইউজারের কাছে ভালো লাগবে কিংবা কোন জিনিসটা কোন জায়গায় রাখলে ভালো দেখাবে, এসব এক সাথে করতে পারলে আপনিও হতে পারবেন একজন ওয়েব ডিজাইনার। কিন্তু এসব করবেন কিভাবে? এসব করতে হলে আপনাকে যা যা শিখতে হবে, একটু নিচেই পেয়ে যাবেন সেগুলোর বর্ণনা। তার আগে ওয়েব ডিজাইন সম্পর্কে আরো একটু ধারণা নেওয়া যাক। ওয়েব ডিজাইনের কয়েকটা উপাদান রয়েছে। যেমন-

লেআউটঃ একটা ওয়েবসাইট কিভাবে দেখাতে চান, কোন জিনিসটা কোন জায়গায় থাকবে যেমন-মেনুবার, টেক্ট কিংবা অন্য কোন উপাদান যা আপনার ওয়েবসাইটে আছে, এটা ঠিক করেই লেআউট তৈরী করা হয়। এটা আপনার কাস্টমার বা ক্লায়েন্ট বলেও দিতে পারে কিংবা আপনি নিজের মতো করতে পারেন।

গ্রাফিক্সঃ গ্রাফিক্স বলতে লোগো, ছবি, আইকন এ-সব, যা একটা ওয়েবসাইটের সৌন্দয্য বৃদ্ধি করে । সঠিক জায়গায় সঠিক জিনিস বসাতে পারলেই হবে।

ফন্টঃ আপনি যেই ওয়েব ডিজাইন কর না কেন, ওই ওয়েবে যে টেক্সট্ ব্যবহার করবেন তার ফ্রন্ট যেনো ভালো হয়। কেননা, বিভিন্ন ধরণের ফন্ট বিভিন্ন ওয়েবসাইটকে সুন্দর করে। ফ্রন্ট বলতে যে লেখাগুলো দেখাবেন সেগুলোর স্টাইল।

কন্টেন্টঃ কন্টেন্ট বলতে ওয়েবসাইটের ম্যাসেজ। কি বলতে চান সেটা ভালোভাবে ফুটিয়ে তোলা। ওয়েবসাইটের কন্টেন্ট যেনো দরকারি আর গুরুত্বপূর্ণ হয়।

উপরের এই জিনিসগুলো মাথায় রাখলে একটা ভালো ওয়েব ডিজাইন সহজেই করা সম্ভব। এর বাইরেও কিছু জিনিস আমাদের জানা উচিত সেগুলো হচ্ছে-


নেভিগেশনঃ নেভিগেশন বলতে আমরা ওয়েবসাইটে যে মেনুবার দেখি সেটা। আপনার ওয়েবসাইটের সবগুলো বিষয় যেনো সহজেই ইউজার খুঁজে পায় কিংবা সার্চ করতে পারে, এই জন্য নেভিগেশন ব্যবহার করা।


মাল্টিমিডিয়াঃ মাল্টিমিডিয়া বলতে ভিডিও কিংবা অ্যানিমেশন ব্যবহার করা, যেন ইউজার আপনার বক্তব্য বা ম্যাসেজ সহজেই বুঝতে পারে। আর একটা জিনিস না জানলেই নয়, খেয়াল রাখতে হবে ওয়েব ডিজাইন এমনভাবে করতে হবে যেনো সব ব্রাউজারে সাপোর্ট করে। আশা করবো ওয়েব ডিজাইন কি, কিভাবে একটা ভালো ওয়েব ডিজাইন করা সম্ভব বুঝতে পেরেছেন।


সফটওয়্যার: নোট প্যাড, সাবলাইম, ভিএস কোড, ওয়েবস্ট্রম ইত্যাদি এখন ভালো সফটওয়্যার।


কি কি শিখবেন?

এবার তাহলে জানা যাক কি কি শিখলে আপনি ওয়েব ডিজাইন করতে পারবেন বা ডিজাইনার হতে পারবেন। এই প্রশ্ন অনেকের মনেই আসে বিশেষ করে যারা একদমই নতুন। নানারকম কনফিউশন কাজ করে তাদের মধ্যে। কি শিখবো আগে, কি কি শিখলে ওয়েব ডিজাইন করতে পারবো ,আরো অনেক কিছু। ওয়েব ডিজাইন করতে গেলে আপনাকে যা আগে জানতেই হবে সেগুলো হচ্ছে-

  • এইচটিএমএল (HTML)
  • সিএসএস (CSS)
  • জাভাস্ক্রিপ্ট (JAVASCRIPT)

এইচটিএমএল (HTML):

এইচটিএমএল হল হাইপারটেক্সট্ মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা কিন্তু কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এর সাহায্যে কতোগুলো ইলেকট্রনিক ডকুমেন্ট তৈরী করা হয়, যাকে বলা হয় ওয়েব পেজ আর এই ওয়েব পেজ আমরা ওয়েবসাইটে দেখি। মনে করেন আপনি একটা ঘর বানাবেন, এর জন্যে যা যা দরকার যেমন-ইট, বালু, সিমেন্ট ইত্যাদি। এসব দিয়ে কিন্তু ঘর তুলে ফেলতে পারবেন। ঠিক এরকমই এইচটিএমএল দিয়ে ওয়েব পেজের কাঠামো তৈরী করা হয় এবং কতোগুলো ট্যাগ ব্যবহার করে এই কাজ করতে হয়। যেমন- কোনো কিছু লিখলে <p></p> ব্যবহার করতে হবে।


সিএসএস (CSS):

সিএসএস হল ক্যাসকেডিয়ান স্টাইল সীট যার মাধ্যেমে আপনার ওয়েব পেজ দেখতে সুন্দর করতে পারবেন। ওই যে ঘর তুললেন মনে আছে? ঘর তোলার পর আপনি দেখতে সুন্দর করার জন্য রং করতে পারেন, দরজা-জানালা ভালোভাবে ঠিক জায়গায় লাগাতে পারেন। আর এই কাজটাই করে সিএসএস আপনার ওয়েব পেজের জন্যে। তাহলে ঘর তুললেই যে হয়ে গেলো এরকম না, ঠিক তেমনি এইচটিএমএল দিয়ে ওয়েব পেজ হবে কিন্তু সুন্দর করার জন্যে অবশ্যই সিএসএস ব্যবহার করতে হবে।


জাভাস্ক্রিপ্ট(JAVASCRIPT):

জাভাস্ক্রিপ্ট হলো স্ক্রিপ্টিং প্রোগ্রামিং ল্যাংগুয়েজ যার মাধ্যমে আপনি আপনার ওয়েব পেজের কঠিন কিছু কাজ খুব সহজেই করতে পারবেন। ওই যে আপনি ঘর তুললেন, রং করলেন সবই হলো তাহলে আর বাকি কি? আপনি আপনার ঘরে বিদ্যুৎ নিবেন না? সুইচ দিলেই ফ্যান ঘুরা শুরু করে। এই যে কিছু ফাংশনাল কাজ এই কাজগুলোই করে জাভাস্ক্রিপ্ট। আপনি যদি ভাবেন আপনি ওয়েব ডিজাইন শিখবেন বা শিখছেন কিন্তু কি শিখবেন বুঝতে পারেছেন না, উপরের এই ৩ টা জিনিস শিখে ফেলেন, আপনাকে ওয়েব ডিজাইনার হতে কেউ আটকাতে পারেব না। বর্তমান টেকনোলজির যুগে সব কিছু্রই এখন ওয়েবসাইট আছে এবং সব কাজ ওয়েবে করা হচ্ছে। ওয়েব ডিজাইন হতে পারে খুব ভালো একটা কাজের জায়গা যদি আপনি ভালো ডিজাইনার হতে পারেন। কেননা একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন ওয়েব ডিজাইনের চাহিদা বর্তমান অনেক অনেক বেশি এবং দিন দিন আরো বাড়ছে।


কেন শিখবেন ওয়েব ডিজাইন?

আপনি যদি মনে করেন আপনি অনলাইন এ ক্যারিয়ার গড়বেন তাহলে আপনাকে অবশ্যই HTML and CSS সম্পর্কে ধারনা রাখতে হবে। আপনি যে ক্ষেত্রেই কাজ করেন না কেনো, আপনার কোন না কোন ভাবে HTML and CSS কাজে লাগবেই। আর যদি আপনি ওয়েব ডেভেলাপমেন্ট এ ক্যারিয়ার গড়তে চান তাহলে তো আপনাকে অবশ্যই শিখতে হবে। ওয়েব ডিজাইনিং হলো ওয়েব ডেভেলাপমেন্ট শিখার প্রথম ধাপ।


কাদের জন্য ওয়েব ডিজাইন উপযুক্ত?

যারা ওয়েবসাইট ব্রাউজ করতে ভালোবাসেন ও আপনার মনে আগ্রহ হয় যে, কিভাবে ওয়েবসাইট টি তৈরি হয়েছে তা জানতে হবে। তাহলে আপনি এই সেক্টরে ভালো করতে পারবেন এতে কোন সন্দেহ নাই। আমি বরাবরই আগ্রহের কথা বেশ গুরুত্বের সাথে বলে থাকি।


ওয়েব ডিজাইনের চাহিদা কেমন?

মার্কেটে ওয়েব ডিজাইনিং এর প্রচুর পরিমান চাহিদা রয়েছে। তবে আপনি যদি শুধুমাত্র ওয়েব ডিজাইন শিখেন তাহলে আপনার কাজ না পাওয়ার সম্ভাবনাই বেশি। আপনাকে ডায়নামিক ওয়েবসাইট তৈরি করা শিখতে হবে। মানে হলো ওয়েব ডেভেলাপমেন্ট শিখতে হবে। যদি তা বেশ কঠিন হয়ে যায় তবে আপনি সাধারন ভাবে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। ওয়ার্ডপ্রেস হলো একটা ওয়েব কনটেন্ট ম্যানেজমেন্ট সিষ্টেম। যা দ্বারা আপনি সহজেই ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে পারবেন।


ওয়েব ডিজাইন শিখে আয়ের সম্ভাবনা কেমন?

এটা নির্ভর করে আপনার অভিজ্ঞতার উপর। আমার মতে শুধুমাত্র ওয়েব ডিজাইনিং শিখে তেমন আয় করা যায় না। গেলেও তা বেশ ঝামেলাযুক্ত। আমি পরামর্শ দিবো অবশ্যই ওয়েব ডিজাইনিং এর সাথে সাথে ওয়ার্ডপ্রেস শিখার জন্য। তাহলে অনাআসেই মাসে ৫০০ ডলার আয় করা সম্ভব।


ওয়েব ডিজাইন শিখতে কেমন যোগ্যতা এবং সময় লাগবে?

তেমন কোন যোগ্যতাই লাগবে না। আপনার ইচ্ছাশক্তিটাই যথেষ্ট। যে কেউ চাইলে ওয়েব ডিজাইন শিখতে পারে। আর ওয়েব ডিজাইন শিখতে গেলে একদম নতুন হিসাবে ৩ মাস লাগতে পারে। তবে কিছুটা বেশি সময় দিলে ২ মাসেই HTML and CSS ভালোভাবে আয়ত্ব করা সম্ভব। তবে মনে রাখবেন, ওয়েব ডিজাইনিং এর সাথে ওয়েব ডেভেলাপমেন্টের নিবিড় সম্পর্ক রয়েছে। ওয়েব ডিজাইনিং শিখতে কম সময় লাগলেও ওয়েব ডেভেলাপমেন্ট শিখতে ২ বছর পর্যন্ত লেগে যেতে পারে।


ওয়েব ডিজাইন শিখার পরে কোথায় কাজ পাবেন?

শুধু HTML and CSS শিখে খুব একটা কাজ পাওয়া যাবে না। কারন বর্তমানে সবাই ডায়নামিক ওয়েবসাইট তৈরি করতে চায়। আবার অনেকে ডিজাইন ও ডেভেলপমেন্ট একসাথে চায়। যাকে বলা হয় ফুলস্টাক। তাই আপনাকে ডায়নামিক করা শিখতে হবে। তা না হলে আপনি নিখুত কোডিং করতে পারবেন না। কারন HTML and CSS কোড করার সময় ডায়নামিকের কথা মাথায় রেখে কোড করতে হয়। তা না হলে ডায়নামিক করার সময় বেশ ঝামেলা পোহাতে হয়। আপনি কোথায় কোথায় কাজ খুজতে পারেন জেনে নিন।

  • আপওয়ার্ক
  • ফাইবার
  • থিমফরেস্ট
  • পিপল পার আওয়ার
  • ফ্রিল্যান্সার ডটকম

কাজ পেতে হলো কি করনীয়?

আপনার নিজের করা পূর্বের কাজের উদাহরন দেখাতে হবে আপনার ক্লায়েন্টকে। এটাকে পোর্টফোলিও(Portfolio) বলা হয়ে থাকে। আপনার পোর্টফোলিও যত বেশি প্রফেশনাল হবে আপনি তত তাড়াতাড়ি কাজ পাবেন। এক্ষেত্রে আপনি একটা ডোমেইন বা হোষ্টিং কিনে আপনার করা টেমপ্লেটগুলি আপলোড করে তার লিংক দিয়ে রাখতে পারেন। তাতে করে আপনার ক্লায়েন্ট আপনার দক্ষতা সম্পর্কে বেশ ভালো ধারনা পাবে। ওয়ার্ডপ্রেস দিয়ে একটা পোর্টফোলিং ওয়েবসাইট বানানো খুবই সহজ।


ওয়েব ডিজাইনার ও ডেভেলপার এর মধ্যে পার্থক্য কি?

ওয়েব ডিজাইন: একজন ওয়েব ডিজাইনার একটি সাইটে নানা রকম ডিজাইন করেন তিনি শুধু সাইট এর প্রদর্শন অববয় করেন । এখানে কোন অ্যাপ্লিকেশন থাকবে না । ওয়েব ডিজাইন শেখা অত্যন্ত সহজ আপনি ইচ্ছা করলে মাত্র ২-৩ মাসের মধ্যে একজন ওয়েব ডিজাইনার হতে পারবেন । ওয়েব ডিজাইনার হতে হলে আপনাকে (X)HTML এবং CSS এর পাশাপাশি Basic jQuery, JavaScript, PHP শিখতে পারেন । নানা রকম Framework যেমন, Bootstrap, Css Less Framework ইত্যাদি । এছাড়া, আপনাকে ফটোশপ এর কাজ জানতে হবে । কেননা, আপনি যদি একজন ওয়েব ডিজাইনার হন তাহলে আপনাকে অবশ্যই সাইট এর ব্যানার, পোষ্টার এবং বিভিন্ন ধরণের বাটন তৈরি করতে হবে ।

ওয়েব ডেভেলপমেন্ট: একটি ওয়েবসাইটে কখন কখন বিভিন্ন ধরনের কাজ করা হয়ে থাকে। যেমন রেজিষ্টেশন করা, ওর্ডার করা, নতুন তথ্য আপডেট করা। এই ধরনের কাজ গুল করার জন্য বিভিন্ন সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে। আপনি যদি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসাবে তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই নির্দিষ্ট ধাপে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে।
ওয়েব ডেভেলপ হচ্ছে ওয়েব সাইট এর জন্য অ্যাপ্লিকেশন। এখানে আপনাকে কোডিং এর মাধ্যমে নানা ধরণের অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে । আপনি যদি ওয়েব ডেভেলপার হতে চান তাহলে ধৈর্য, পরিশ্রম ও মনোযোগের প্রয়োজনীয়তা অপরিহার্য । ওয়েব ডেভেলপার হতে হলে অনেক সময় প্রয়োজন । ওয়েব ডেভেলপার হতে হলে আপনাকে (X)HTML, CSS, jQuery, JavaScript, PHP, MySQL, Java, ইত্যাদি CMS সম্পর্কে ভালো জানতে হবে । এছাড়া Server related যেমনঃ ASP, .NET, AJAX, ইত্যাদি জানতে হবে।


কোথা থেকে শিখবেন ওয়েব ডিজাইন?

বর্তমানে ওয়েব ডিজাইন শেখায় এরকম অনেক প্রতিষ্ঠান আছে যেখান থেকে আপনি ওয়েব ডিজাইন কোর্সটি করতে পারেন। তবে সময়ের সাথে তাল মিলিয়ে সব ট্রেইনিং সেন্টার সঠিকভাবে টিকে থাকতে পারছে না। এক্ষেত্রে আপনি ইশিখন থেকে ঘরে বসে অনলাইনে লাইভ ক্লাসের মাধ্যমে ওয়েব ডিজাইন কোর্সটি করলে উপকৃত হবেন। কারণ- ইশিখনে রয়েছে দীর্ঘদিন বিভিন্ন মার্কেটপ্লেস অথবা কোনো প্রতিষ্ঠানে কাজ করছে এমন কিছু প্রফেশনাল ট্রেইনার। ইশিখন থেকে কোর্স করলে যারা হবে আপনার ট্রেইনার। এছাড়াও ইশিখন থেকে কোর্স করলে আপনি অন্যান্য যেসকল সুবিধাসমূহ পাবেন:


লাইভ ক্লাস মিস করলে পরের দিন কোর্সের ভেতর উক্ত ক্লাসের ভিডিও রেকর্ডিং ও আলোচিত ফাইল সমুহ পাবেন।
লাইভ ক্লাসের সম্পূর্ণ ফ্রি ভিডিও কোর্স, ( শুধুমাত্র এই ভিডিও কোর্সই অনেক প্রতিষ্ঠান হাজার হাজার টাকায় বিক্রি করে।)
প্রতিটি ক্লাস শেষে এসাইনমেন্ট জমা দেওয়া। (প্রতিটি এসাইনমেন্ট এর জন্য ১০ মার্ক)
প্রতিটি ক্লাসের লাইভ ক্লাসের পাশাপাশি প্রাকটিজ ফাইল পাবেন এবং কনটেন্ট পাবেন।
প্রতিটি ক্লাসের প্রথম ১৫ মিনিট আগের ক্লাসের সমস্যাগুলো সমাধান হবে, পরের ১ ঘন্টা মুল ক্লাস শেষ ১৫ মিনিট প্রশ্নোত্তর পর্ব
প্রতিটি ক্লাসের শেষে ১০ নাম্বারের মডেল টেস্ট। এই মডেল টেস্ট মার্ক এবং এসাইমেন্ট মার্ক ও নিয়মিত উপস্থিতির উপর ভিত্তি করেই পরবর্তীতে আপনার সার্টিফিকেট এর মান নির্ধারণ হবে।
কোর্স শেষে সার্টিফিকেট
লাইভ ক্লাস সমুহের ডিভিডি

আরো পড়ুন:


   
   
September 2, 2019 | 5 years আগে

0 responses on "আপনিও হতে পারেন ওয়েব ডিজাইনার"

Leave a Message

Address

151/7, level-4, Goodluck Center, (Opposite SIBL Foundation Hospital), Panthapath Signal, Green Road, Dhanmondi, Dhaka-1205.

Phone: 09639399399 / 01948858258


DMCA.com Protection Status

Certificate Code

সবশেষ ৫টি রিভিউ

eShikhon Community
top
© eShikhon.com 2015-2024. All Right Reserved