আধুনিক-পদার্থবিজ্ঞান-ও-ইলেকট্রনিক্স – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2420
আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স | 24191. কম্পিউটারের প্রয়োগ প্রতিদিন বেড়ে চলেছে-
- বিনোদন ক্ষেত্রে
- প্রতিরক্ষা ক্ষেত্রে
- প্রশাসন ক্ষেত্রে
A,B,C
24192. কম্পিউটার পারে-
- গাণিতিক হিসাব করতে
- গাণিতিক যুক্তি দিতে
- কোনো কিছু নির্বাচন করতে
A,B,C
24193. ট্রানজিস্টারে মোট কতটি p-n জংশন থাকে?
- একটি
- দুটি
- তিনটি
- চারটি
24194. তেজস্ক্রিয়তা ব্যবহার হয়-
- রোগ নির্ণয়ে
- উন্নত বীজ তৈরির গবেষণায়
- জ্বালানির বর্জ্য পদার্থ নিৎঃশেষ করতে
A,B
24195. ট্রানজিস্টর কাজ করে-
- ব্যারোমিটার হিসাবে
- অ্যামপ্লিফায়ার হিসাবে
- বিবর্ধক হিসাবে
B,C
24196. রেডিওতে আমরা শব্দ শুনতে পাই। কোন বেতার সম্প্রচার স্টেশনের স্টুডিওতে কোনো ব্যক্তি মাইক্রোফোনের সামনে কথা বলে। মাইক্রোফোন ঐ শব্দকে তড়িৎ তরঙ্গে রুপান্তরিত করে।
- মাইক্রোফোন কর্তৃক রূপান্তরিত তড়িৎ তরঙ্গকে কি বলা হয়?
24197. তড়িৎ তরঙ্গের কম্পাঙ্ক
- ২০ হার্জ এর কম
- ২০ হার্জ এর বেশি
- ২০০০০ হার্জ এর কম
B,C
24198. নিচের বিবরণগুলো লক্ষ করো:
- ১৮৪২ সালে ফ্যাক্স মেশিন আবিষ্কার হয়
- ফ্যাক্সিমিল এর সংক্ষিপ্ত নাম ফ্যাক্স
- মাইক্রোফোনের সাহায্য শব্দকে তড়িৎ সংকেতে রূপান্তর করা যায়
A,B,C
24199. ফ্লোমিং এর আবিস্কারের কত বছর ট্রায়োড নামে আর কয়টি ভ্যাকুয়াম টিউব আবিস্কৃত হয়?
- চার
- তিন
- পাঁচ
- দুই
24200. ট্রায়োডের-
- তিনটি তড়িৎদ্বার থাকে
- অ্যানোড থাকে না
- তৃতীয় ইলেক্ট্রোডের নাম গ্রিড
A,C
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স - এসএসসি পদার্থ বিজ্ঞান - 12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2420"