আধুনিক-পদার্থবিজ্ঞান-ও-ইলেকট্রনিক্স – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2419
24181. ফ্যাক্স হলো ইলেকট্রনিক্স ব্যবস্থা যার মাধ্যমে প্রেরণ করা যায়-
- ছবি
- ডায়াগ্রাম
- যেকোনো তথ্য
A,B,C
24182. রঙিন টেলিভিশন ক্যামরায় তিনটি মৌলিক রঙ এর জন্যে কয়টি পৃথক ইলেকট্রন গান থাকে?
- চারটি
- তিনটি
- দুটি
- পাঁচটি
24183. নিচের বিবরণগুলো লক্ষ করো:
- সেনাবাহিনী পরিচালনা করতে কম্পিউটার ব্যবহার করা হয়
- বিভিন্ন গবেষণায় কম্পিউটার ব্যবহার করা হয়
- কম্পিউটারের নিজস্ব বুদ্ধি বিবেচনা আছে
A,B
24184. আলফা কণা কিসের পর্দায় প্রতি প্রভা সৃষ্টি করে?
- Zns
- ZnCo3
- CaCo3
- Nac1
24185. হেনরী বেকরেল কোন ধাতুকে তেজস্ক্রিয়তা প্রত্যক্ষ করেন?
- রেডিয়াম
- থোরিয়াম
- পোলিানিয়াম
- ইউরেনিয়াম
24186. কম্পিউটার যেখানে তথ্য প্রেরণ করে তার নাম কী?
- ইনপুট
- আউটপুট
- সি.পি.ইউ
- উইন্ডোজ
24187. ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন কে?
- রন্টজেন
- মার্কনী
- বেকরেল
- হেনরিখ হার্জ
24188. ইন্টারনেট সর্বপ্রথম চালু হয় কত সালে?
- ১৯৭০ সালে
- ১৯৬৯ সালে
- ১৮৮৯ সালে
- ১৯৫৯ সালে
24189. অর্ধপরিবাহী ডায়োড-
- দুটি p-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে তৈরি করা হয়
- একটি p-টাইপ ও একটি n-টাইপ সিলিকন জোড়া লাগিয়ে তৈরি করা হয়
- রেকটিফায়ার হিসাবে কাজ করে
B,C
24190. সিপিইউকে কম্পিউটারের মস্তিক বলা হয় কেন?
- এটি দ্বারা কম্পিউটার তথ্য সংগ্রহ করে বলে
- এটি কম্পিউটারের যাবতীয় কাজের নির্দেশনা দেয় বলে
- এটি দ্বারা কম্পিউটার উপাত্ত প্রদান করে বলে
- এটি দ্বারা কম্পিউটার দ্রুত কাজ করে বলে
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আধুনিক-পদার্থবিজ্ঞান-ও-ইলেকট্রনিক্স - এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2419"