আধুনিক-পদার্থবিজ্ঞান-ও-ইলেকট্রনিক্স – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-পদার্থ বিজ্ঞান-12 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2417
24161. জুবায়ের সংকেত প্রেরণের ক্ষেত্রে অ্যানালগ পদ্ধতি ব্যবহার করায় বেশ কিছু সমস্যার সম্মুখীন হলো। এর মধ্যে একটি হলো নয়েজ বেড়ে যাওয়া এবং সংকেতের তীব্রতা কমে যাওয়া। এজন্য সে বিকল্প হিসেবে ডিজিটাল সংকেত ব্যবহারের চিন্তাভাবনা শুরু করলো।
- জুবায়ের ব্যবহৃত পদ্ধতির বৈশিষ্ট্য কোনটি?
24162. বিকল্প পদ্ধতির ক্ষেত্রে-
- অপটিক্যাল ফাইবার ব্যবহার করে সংকেত পাঠানো সম্ভব
- এটি একটি সাইন তরঙ্গ
- প্রথম প্রকার সংকেতকে দ্বিতীয় প্রকার সংকেতে রূপান্তর সম্ভব
A,C
24163. তেজস্ক্রিয়তার ক্ষেত্রে কোনটি সঠিক?
- এটি একটি নিউক্লিয় ঘটনা
- তেজস্ক্রিয়তা পরিমাপের একক বেকরেল
- তেজস্ক্রিয়তা মানব শরীরের জন্য উপকারী
A,B
24164. বিংশ শতকের বৈপ্লবিক আবিষ্কার কোনটি?
- টেলিফোন
- টেলিগ্রাফ
- অণুবীক্ষণ যন্ত্র
- টেলিভিশন
24165. কত সালে ট্রানজিস্টর আবিষ্কৃত হয়?
- ১৮৫৪ সালে
- ১৯৪৮ সালে
- ১৮৬০ সালে
- ১৯৫৪ সালে
24166. কোনটির মাধ্যমে ক্যাশ পেমেন্ট করা যায়?
- মোবাইল
- টেলিফোন
- রেডিও
- টেলিভিশন
24167. রেডিও আবিষ্কারে যেসব বিজ্ঞানী অবদান রেখেছেন তারা হলেন-
- গুগলিয়েলমো মার্কনি
- আইনস্টাইন
- জগদীস চন্দ্র বসু
A,C
24168. কোথায় থেকে কোথায় গ্রিড তড়িৎপ্রবাহ নিয়ন্ত্রণ করে?
- ক্যাথোড থেকে অ্যানোডে
- অ্যানোড থেকে ক্যাথোডে
- ক্যাথোড থেকে ক্যাথোডে
- অ্যানোড থেকে অ্যানোডে
24169. রেকটিফায়ার কী কাজ করে?
- তড়িৎ প্রবাহকে বৃদ্ধি করে
- ভোল্টেজের বিবর্ধন ঘটায়
- তড়িৎ প্রবাহকে একমুখী করে
- তড়িৎ প্রবাহের হ্রাস ঘটায়
24170. সকল নেটওয়ার্কের জননী কোনটি?
- কম্পিউটার
- গুগল
- ইন্টারনেট
- ফায়ারফক্স
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আধুনিক-পদার্থবিজ্ঞান-ও-ইলেকট্রনিক্স - এসএসসি-পদার্থ বিজ্ঞান-12 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2417"