আদর্শ-জীবনচরিত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2341
23401. যুবক বয়সে হযরত উমর ছিলেন
- সাহসী যোদ্ধা
- ইসলামের একনিষ্ঠ সেবক
- কুস্তিগির
A,C
23402. শিশু মুহাম্মদ (স) এর চরিত্রে কীসের একটি অনুপম দৃষ্টান্ত পরিলক্ষিত হয়?
- ভালোবাসার
- দরদের
- ইনসাফের
- পবিত্রতার
23403. হযরত মুহাম্মদ (স) কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন?
- 621
- 622
- 623
- 624
23404. মদিনা নগরীকে পবিত্র নগরী বলা হয়। এই নগরীতে নিষিদ্ধ-
- ব্যভিচার
- সকল ধরনের কর্মকান্ড
- হত্যার লুণ্ঠন
A,C
23405. হযরত উমর (রা) এর বোনের নাম কী ছিল?
- কুলসুম
- হাফসা
- আসমা
- ফাতিমা
23406. কত বছর বয়সে হযরত মুহাম্মদ (স) এর মাতা ইন্তিকাল করেন?
- ছয় বছর বয়সে
- আট বছর বয়সে
- দশ বছর বয়সে
- পঁচিশ বছর বয়সে
23407. গণিতশাস্ত্রের জনক বলা হয়
- উমর খৈয়ামকে
- আবু বকর আল-রাযিকে
- মুসা আল-খাওয়ারেযমিকে
- হাসান ইবনে হায়সামকে
23408. কাফিররনা ঘরে ঢুকে মুহাম্মদ (স) এর আমানত দারি দেখে কী করল?
- প্রশংসা করল
- আনন্দিত হলো
- লজ্জিত হলো
- ক্রোধে ফেটে পড়ল
23409. ‘সিদ্ধান্ত’ গ্রন্থখানি কোন বিষয়ের ওপর রচিত?
- জ্যোতিষশাস্ত্র
- গণিতশাস্ত্র
- ভূগোলশাস্ত্র
- রসায়নশাস্ত্র
23410. বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে?
- আবু জাফর
- খালিদ বিন ওয়ালিদ
- হযরত আলি (রা)
- তালহা বিন জুবায়ের
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আদর্শ-জীবনচরিত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2341"