আদর্শ-জীবনচরিত – এসএসসি (ssc) বা মাধ্যমিকি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 – কুইজ মডেল টেস্ট অনুশীলন – 2357
23561. “ফিরদাউসি আল-হিকমাহ ফিত-তিব্ব” গ্রন্থখানা কে রচনা করেন?
- ইবন সিনা
- আল-বেরুনী
- আবু বকর আল-রাযি
- আলি তাবারি
23562. নামকরা কুস্তিগীর, সাহসী যোদ্ধা, কবি ও সুবক্তা কে ছিলেন?
- হযরত আবু বকর (রা)
- হযরত আলি (রা)
- হযরত উমর ফারুক (রা)
- হযরত উসমান (রা)
23563. কার নাম শুনলে কাফিরদের মনে ত্রাস সৃষ্টি হতো?
- হযরত আলী (রা) এর
- হযরত উমর (রা) এর
- হযরত উসমান (রা) এর
- হযরত আবু বকর (রা) এর
23564. চিকিৎসা শাস্ত্রে ইবনে রুশদের রচিত গ্রন্থের নাম কী?
- আল-কানুন ফিত-তিব্ব
- কুল্লিয়াত
- আল জুদাইরি ওয়াল হাসবাহ
- কিতাবুল মানাযির
23565. বসন্ত ও হাম রোগের ওপর লিখিত গ্রন্থটি হল-
- আল-আছারুল বাকিয়্যাহ
- আল-মানসুরী
- আল-জুদাইরী ওয়াল হাসবাহ
- তারিখুল উমাম ওয়াল মুলক
23566. কোন দেশে মুসলমানগণ প্রথম হিজরত করেছিলেন?
- আবিসিনিয়া
- রোম
- পারস্য
- ইয়ামেন
23567. হিজরত বলতে কী বোঝায়?
- মহানবি (স) এর সিরিয়া গমন
- মহানবি (স) এর মদিনা গমন
- মহানবি (স) এর মক্কা বিজয়
- উপরের সবগুলো
23568. হযরত উমর (রা) বিচার ব্যবস্থা কেমন ছিল?
- নিরপেক্ষ
- নিখুঁত
- নিরপেক্ষ ও নিখুঁত
- মোটামুটি
23569. ন্যায়পরায়ণ শাসক হিসেবে হযরত উমর কোনটি নিশ্চিত করেছিলেন?
- জবাবদিহিতা
- জনগণের অধিকার উপভোগ
- রাজপথে নির্বিঘ্নে চলাচল
- রাজনৈতিক ঐক্য
23570. শিক্ষাক্ষেত্রে মুসলমানগণ যে অবদান রেখে গেছেন তা অন্যান্য জাতির জন্য-
- ঈর্ষার বিষয়
- বিস্ময়ের বিষয়
- গৌরবের বিষয়
A,B
আমাদের কাছে থাকা লক্ষ লক্ষ মডেল টেস্ট থেকে প্রাকটিজের জন্য কিছু এখানে তুলে ধরা হল। প্রতিটি অধ্যায়ের উপরে ইশিখন.কম কুইজ চ্যালেঞ্জ এ আছে শত শত মডেল টেস্ট বার বার মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর এবং পুরো বাংলাদেশের সকল শিক্ষার্থীর সাথে আপনার মেধা তালিকা দেখুন। প্রশ্নে কোন প্রকার ভুল থাকলে সঠিক উত্তরসহ নিচে কমেন্ট করে জানাবেন, আমরা ঠিক করে দেবো।
0 responses on "আদর্শ-জীবনচরিত - এসএসসি-ইসলাম ও নৈতিক শিক্ষা-5 - কুইজ মডেল টেস্ট অনুশীলন - 2357"